এস এম এম আকাশ, পাবন জেলা প্রতিনিধিঃ পাবনা জেলার চাটমোহর উপজেলার ইউনিয়নের মুলগ্রাম বাজারে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, মুলগ্রাম ইউনিয়ন শাখার সার্বিক ব্যাবস্থাপনায় দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক আয়োজিত পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী ২০২৫) সকাল সাড়ে এগারোটার সময় BCDS মুলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খয়বর হোসেন (কবি)এর সভাপতিত্বে।
প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর সিনিয়র এরিয়া ম্যানেজার মো.রবিউল ইসলাম, ডাঃ মো. রোস্তম আলী (সভাপতি- BCDS,ডিবিগ্রাম ইউনিয়ন শাখা),মো.আব্দুল লতিফ রঞ্জু (সাধারণ সম্পাদক- (BCDS, মুলগ্রাম ইউনিয়ন শাখা), প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ, সভাপতি- হিড়িন্দা বাজার সম্মিলিত ঔষধ ব্যবসায়ী সমিতি,চাটমোহর, পাবনা।
দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক উৎপাদিত নতুন নতুন ঔষুধ সম্পর্কে দেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লী চিকিৎসক কনফারেন্স করে থাকে। এ পেশায় নিয়োজিত পল্লী চিকিৎসকদের জ্ঞানকে আরো তথ্য উপাত্ত নির্ভর করতে সদা সচেষ্ট ও তৎপর থেকে এই আয়োজন কোম্পানির সৃষ্টি লগ্ন থেকেই ধরে রেখেছে। নতুন নতুন উৎপাদিত ঔষধ সম্পর্কে তথ্য প্রদানের নিমিত্তে কনফারেন্স করে থাকে। কনফারেন্সে ফৈলজানা, মুলগ্রাম, ডিবিগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ত্রিশ জন পল্লী চিকিৎসক অংশ গ্রহন করেন।
আলোচক হিসেবে উপস্থিত থেকে মো. রবিউল ইসলাম ( সিনিয়র এরিয়া ম্যানেজার দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড) বলেন, আমাদের কোম্পানি দেশের প্রথম সারির ঔষধ প্রস্তুত ও রপ্তানি কারী প্রতিষ্ঠান। বাংলাদেশের ঔষধ শিল্পে নতুন নতুন ঔষুধ আমরাই প্রথম উৎপাদন ও বাজারজাত করে আসছি। দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক উৎপাদিত নতুন নতুন ঔষুধ সম্পর্কে পল্লী চিকিৎসকদেরকে তথ্য প্রদান করা হয়।
পল্লী চিকিৎসক কনফারেন্স পরিচালনা করেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর সিনিয়র মেডিক্যাল প্রমোশন অফিসার কে এম মাহমুদুর সেলিম। আলোচনা শেষে উপস্থিত পল্লী চিকিৎসকবৃন্দের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।#