#শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান ড: সাইমুম পারভেজ ( মৃদুল) অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল মিডিয়া এবং রাজনীতিতে তার পিএইচডি অর্জন করেছেন। তিনি মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রামের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির এলিয়ট স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও তিনি বেলজিয়ামের ভ্রিজ ইউনিভার্সিটি ব্রাসেলস (ভিইউবি) এর একজন মারি স্ক্লোডোস্কা-কিউরি (MSCA-COFUND) পোস্টডক্টরাল ফেলো ছিলেন। ডঃ পারভেজ বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের একজন সিনিয়র লেকচারার ছিলেন। ডঃ পারভেজের সহ-সম্পাদিত ভলিউম The Politics of Terrorism and Counter Terrorism in Bangladesh (2023) প্রকাশিত হয়েছে Routledge দ্বারা।
তিনি গণতন্ত্রীকরণ (2021), সন্ত্রাসবাদের দৃষ্টিকোণ (2019), এবং সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা (2018) সহ পণ্ডিত জার্নালে প্রকাশ করেছেন। তার গবেষণার আগ্রহের মধ্যে রয়েছে সমাজে ডিজিটাল মিডিয়ার প্রভাব, ইউরোপে দক্ষিণ এশীয় অভিবাসী এবং বাংলাদেশের রাজনীতি।#