তবু বৃষ্টি আসুক
# বিজন বেপারী……………….
তপ্ত ধরা শুষ্ক আবরণ
একফোঁটা বারিধারা নেই
অভিমানী গগণ, কাঁদে বসুন্ধরা!
কিংকর্তব্যবিমূঢ় বৃক্ষলতা, জরাজীর্ণ
মাঠ ঘাট শুকিয়ে চৌচির
ক্ষুধার্ত গহ্বর!
তৃষ্ণার্ত কাক আর পথের পথিক
খুঁজে খুঁজে ক্লান্ত শ্রান্ত
একফোঁটা পানি!
“খরায় মরাও ভালো” অদ্য নিপাত যাক
বন্যা আসুক বৃষ্টি কাঁধে
ভেসে যাক সব আজ, তবু বৃষ্টি আসুক।
বাঁচুক বা মরুক, তবু বৃষ্টি আসুক।
………………………০…………………………….