1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় ঝুলন্ত শিশুর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা! বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে,বীর মুক্তিযোদ্ধা ফজল হক আজও মুক্তিযোদ্ধা ভাতা পায়নি বাগমারায়   ব্যাটারি চালিত ভ্যানগাড়ির  মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহীর মৃত্যু  মোহনপুর ইউএনও’র বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিভাগীয় কমিশনারকে প্রদান ডুমুরিয়ায় অর্থনৈতিক শুমারীতে তথ্য সংগ্রহ কার্যক্রম স্থায়ী শুমারী কমিটির অবহিতকরণ সভা সিংড়া শহর পরিচ্ছন্ন রাখতে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে যুবমহিলা লীগের নেত্রীসহ আটক ৪ ফলো আপ ঃ বাঘায় আনিসুরকে গলা কেটে হত্যার রহস্য উদঘটন, দায় স্বীকার রায়হানের রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত ৩টি মামলায় ৯ হাজার টাকা অর্থদন্ড হিজবুল্লাহ্ গেরিলার ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলায় কাপঁলো ইসরাইল

বাগমারায় তৃণমূল মানুষের ভালোবাসায় সিক্ত হলেন অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাহাবুর রহমান মনি,বাগমারা থেকে…………………………………………………….

রাজশাহীর-৪(বাগমারা)আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ তৃণমূল সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন। তিনি ১ লক্ষ ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাঁচি প্রতিকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোঃ এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোঃ এনামুল হক ৫৪ হাজার ১৭১ ভোটে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

এর আগে রোববার কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাগমারায় ১২২ টি ভোট কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভাবে চলে ভোট গ্রহণ। উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।কোন কোন কেন্দ্রে ভোটার সংখ্যা কম থাকলেও মহিলা ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার চাদরে ঢাকা ছিল বাগমারার সকল নির্বাচনী এলাকা।

উপজেলার ১২২ টি ভোট কেন্দ্রের ৭৪৭ টি কক্ষে এক সঙ্গে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৮৪৮ জন, নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৫১৪জন, হিজরা ভোটার সংখ্যা ৩ জন। সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে শুরু করে। প্রথম দিকে ভোটারেরা ভোট কেন্দ্রে আসতে ভয় পেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে পরবর্তিতে ভোটার সংখ্যা বেড়ে যায়। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উৎসাহ দিতে দেখা গেছে।

নিরাপত্তা চাদরে ঢেকে থাকার কারণই ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরেছে বলে একাধিক ভোটাররা জানিয়েছেন। কোন বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন নৌকার প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত ও ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেয়ার জন্য বাগমারা বাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ প্রশাসন সহ বাগমারাবাসীকে অভিনন্দন জানিয়েছেন নৌকার মাঝি অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট