রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি…………………………….
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙ্গল প্রতিকে ১ লক্ষ ৬ হাজার ৭ শত ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী গোপাল চন্দ্র রায় (হাতুড়ি প্রতিকে) ৬৪ হাজার ৮ শত ২১ ভোট পেয়েছেন , ঈগল পাখি মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী আশা মনি ১৬ শত ৮৩ ভোট ও কুলা মার্কা প্রতীক নিয়ে ( বিকল্প ধারা বাংলাদেশ) মনোনীত প্রার্থী এস এম খলিলুর রহমান সরকার ৬শত ৯ টি ভোট পেয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩ শত ৫৪ জন।মোট প্রদত্ত ভোট ১ লাখ ৭৬ হাজার ২ শত ২৬ টি। বে-সরকারি ভাবে জাপার প্রার্থী হাফিজ উদ্দিনকে নির্বাচিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান।#