ক্যাপশন: ভোটের নির্বাচনী সামগ্রীর ছবি
হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি………………………………………………..
টানা ১৮ দিনের প্রচার প্রচারণা শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ রবিবার। এরই মধ্যে রাজশাহীতে ৬টি আসনের মোট ৭৭০টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টার সময় মহানগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারী উচ্চ বিদ্যালয়ে ব্যালট পেপার ব্যতীত বাকি সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। তবে শনিবার শুধুমাত্র চর অঞ্চলের ৯টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি ৭৬১ টাকার কেন্দ্রে রোববার সকাল ৬টার মধ্যে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে জানাগেছে।
এসময় প্রিজাইডিং অফিসারদের হাতে সরঞ্জামাদি তুলে দেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আহমেদ। তিনি জানান, রাজশাহীর কোনো কেন্দ্র পুড়িয়ে ফেলা হয়নি। দুয়েকটি কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে কিছু ফার্নিচার পুড়ে যায়। প্রতিটি কেন্দ্র-ই গুরুত্বপূর্ণ। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। ভোট গ্রহণ রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহেণের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম।
এদিকে,প্রচারণা শেষে ভোটের হিসাব নিকাশে ৬টি আসনের মধ্যে একটি আসন ছাড়া ৫টি আসনেই আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে রয়েছে নৌকার প্রার্থীরা। কারণ ৫টি আসনেই শুরু থেকেই শক্ত অবস্থান নিয়ে মাঠে ছিল নিজ দলেই স্বতন্ত্র প্রার্থীরা।#