বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ……………………………………………
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চিকিৎসকের অবহেলায় শ্রীমতি টপি রানী (২৫) নামে এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রোগী গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের লিটন হালদারের স্ত্রী ও কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বীরেন কর্মকারের মেয়ে। বুধবার বিকেল পৌণে ৪টার দিকে শিবগঞ্জ মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত পরিবারের অভিযোগ, টপি রানীর প্রসব বেদনা হলে দুপুর ২টার দিকে মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। বিকেল সোয়া ৩টার দিকে রোগীর অস্ত্রোপচার শুরু করেন ডা. দেলওয়ার হোসেন। এ সময় জন্মলাভ করে এক নবজাতক। পরে রোগীর অবস্থার অবনতি হলে বিকেল ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পথিমধ্যে ওই রোগীর মৃত্যু হয়।
নিহতের স্বামী লিটন হালদারের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এরই দায় ডা. দেলওয়ার হোসেন ও ক্লিনিক কর্তৃপক্ষকে নিতে হবে। একই সঙ্গে চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে ডা. দেলওয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফজলে রাব্বীর সঙ্গে যোগাযোগ করা হলেও তার মন্তব্য মেলেনি।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#