# মো মিঠু হাসান, বদলগাছী, নওগাঁ………………………………………………….
নওগাঁর বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের একটি গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে তাঁর মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনায় থানায় মামলা হয়েছে।
ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সোমবার রাতে বদলগাছি থানায় এসে মামলাটি দয়ের করেন। এ মামলায় পাঁচ জনকে আসামী করা হয়েছে। পুলিশ সোমবার রাতেই তিন জন আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, গয়েশপুর বাঁশপাড়া গ্রামের শ্রী জাওনা পাহানের ছেলে শ্রী বিমল পাহান (৩৮), রমেশ পাহানের ছেলে শ্রী সুবাস পাহান (৪৫) ও ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউপির ইনসিরা গ্রামের মৃত সুবল এর ছেলে শ্রী ভবেস পাহান (৫২)। তাঁদের আজ মঙ্গলবার নওগাঁ আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই গৃহবধূকে পরকীয়ায় অপবাদ দিয়ে গ্রামে বিচারের উদ্যোগ নেওয়া হয়। এ ঘটনাটি গৃহবধূর মা জানতে পেরে ১৫ দিন আগে জামাইয়ের বাড়িতে আসেন। তিনি তাঁর মেয়েকে সঙ্গে জামাই বাড়ি থেকে বাবার বাড়ি ধামুইরহাটের কামারখন্দ গ্রামে নিয়ে চলে যান। গত ২৬ আগষ্ট গৃহবধূর শাশুড়ী বিয়াই বাড়িতে গিয়ে গৃহবধূকে নিজের বাড়িতে নিয়ে আসেন। এরপর সমাজপতিরা পরকীয়ার মিথ্য অপবাদ দিয়ে সমাজচ্যুত করার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল নয়টার দিকে সমাজপতিরা দলবল নিয়ে ওই গৃহবধূর বাড়িতে আসেন। সমাজপতি ও তাঁদের লোকজনেরা জোর করে গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার ধস্তাধস্তি করে। একপর্যায়ে গৃহবধূর পরণের শাড়ী খুলে বিবস্ত্র করে তাঁর চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। এরপর গৃহবধূর ন্যাড়া মাথায় ঘোল ঢেলে দেয় তারা। গৃহবধূর চিৎকারে লোকজন এগিয়ে এলে সমাজপতিরা তাঁকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিলে চলে যায়।
এঘটনায় েঐ গৃহবধু সমাজে হেয় প্রতিপন্ন হয়েছেন। ওই গৃহবধূ বলেন, আমার সঙ্গে কারও অনৈতিক সর্ম্পক ছিলনা। সমাজপতিরা আমার মাথা ন্যাড়া দিয়ে ঘোল ঢেলে দিয়েছন জোরপূর্বক।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিয়ার রহমান পরকীয়ায় অপবাদ দিয়ে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়ার ঘটনায় ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ তিন জন আসামীকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে পাঠিয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। #