# শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো………………………………………….
খুলনা জেলায় রূপসা উপজেলা কাজদিয়া এলাকায় ভারতের মেয়ে ও বাংলাদেশী ছেলের সাথে গত ১৭ আগষ্ট বৃহস্পতিবার রাতে বিবাহ সম্পন্ন হয়েছে।
এদিকে দীর্ঘ ২ বছর মোবাইলে সম্পর্কের পর ভারতের স্বনাতন ধর্মের অনুসারি, বিবাহিত এবং ১ সন্তানের জননী। প্রেমের উপর আস্তা রেখে, গত ২ মাস আগে নিজ দেশের সব কিছু ত্যাগ করে বাংলাদেশে খুলনা জেলায় রূপসা উপজেলার কাজদিয়া এলাকায় ছেলের বাড়ীতে এসেছিল বিয়ের জন্য। সেই সময় ছেলের বাড়ীতে মেনে না নেয়ার কারণে মেয়েটিকে ফিরে যেতে হয় তার নিজ দেশে।
অপরদিকে মেয়েটি দেশে গিয়ে মোবাইলে সামাজিক যোগাযোগের মাধ্যম পুনরায় ছেলেটির সাথে যোগাযোগ করে, এবং ছেলেটির সাথে সেই সময় ভিডিও কলের মাধ্যমে ভারতের মৌলবি ডেকে কলমা পড়ে মুসলমান হয় এবং মুসলমান হওয়ার দৃশ্য মোবাইলে সেভ করে রাখে মেয়েটি।
উক্ত বিষয়ে আরও জানাজায় যে, গত ১৪ আগষ্ট পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। ছেলেটি তার কথা মত মেয়েটির সাথে দেখা না করায় মেয়েটি বাধ্য হয়েই খুলনার রূপসা থানার আশ্রয় গ্রহণ করেন এবং রূপসা থানা ইনচার্য মোঃ শাহিন সহ স্থানীয় গন্যমান্য বক্তিদের সমঝোতার মাধ্যমে তাদের কে মুসলীম আইনে বিবাহ সম্পন্ন করা হয়। মেয়েটির নাম পরিবর্তন করে বর্তমানে তাঁর নাম রাখা হয়, জান্নাতুল মিম, ছেলের নাম মিরাজ।#