# শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো……………………………………….
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৯ আগষ্ট বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ২২ হাজার ১০১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। একই সাথে প্রধানমন্ত্রী ১২ জেলার সকল উপজেলাসহ ১২৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এর মাধ্যমে দেশের তিনশত ৩৪টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত হলো। এ পর্যন্ত প্রকল্পটির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪১ লাখ ৪৮ হাজার মানুষ পুনর্বাসিত হয়েছেন। উক্ত উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এরই ধারাবাহিকতায় খুলনা জেলার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত, রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে ভূমিহীন ও গৃহহীন ১০০ পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়। এ সময় রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে উপস্থিত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সকল কাগজ পত্র হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপসা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ কোহিনুর জাহান।
এসময় আরও উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা নব নিবাগত সহকারী কমিশনার ভূমি মোঃ আবদুল্লাহ্ আল বাকী, রূপসা থানা ইনচার্জ মোঃ শাহিন, রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদসা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা সমাজ সেবা অফিসার জেসিকা জামান, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ ফকির, রূপসা প্রেসক্লাবের সভাপতিঃ এস এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদকঃ আঃ জব্বার শিবলী, প্রেসক্লাব রূপসার প্রতিষ্ঠাতা সভাপতিঃ রাজু আহমেদ খান শহিদ, প্রচার সম্পাদকঃ মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ প্রমুখ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।#