জিয়াউল কবীর………………………………………………..
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা মোড়ে এক অপারেশন পরিচালনা করে হেরোইন, মোবাইল সীম কার্ড ও নগদ টাকা সহ আসামী আহমেদ আফনান হযরতকে (২০),আটক করে র্যাব। গ্রেফতারকৃত হজরত জেলার গোদাগাড়ী থানার মাদারপুর এলাকার জনৈক ইসরাফিলেরপুত্র।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকাগামী হানিফ কেটিসি চেয়ার কোচ পরিবহনে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ রাজশাহী মহানগরীর দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা বাজারস্থ কাশিয়াডাঙ্গা মোড়ে চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহী মহানগরগামী মহাসড়কের উত্তরাংশে বটগাছ সংলগ্ন রাজশাহী সড়ক পরিবহনের কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে।
চেকপোষ্ট পরিচালনাকালীন একই তারিখ ০১টি হানিফ কেটিসি নামের চেয়ার কোচ যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৩২৩৮ বাসটি ঘটনাস্থল বর্ণিত. পাঁকা রাস্তার উপর চেকপোষ্টের সামনে আসলে সিগন্যাল দিয়ে বাসটির গতিরোধ করে থামানো মাত্রই যাত্রীবেশে বসে থাকা ডি-৪ আসনধারী আসামি কোচের জানালা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম উল্লিখিত ব্যক্তিকে বাসের ভিতরেই আটক করে।
তিনি দীর্ঘদিন যাবৎ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সীমান্তবর্তী বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা রুটে বিভিন্ন গাড়ীতে যাত্রীবেশে রাজশাহী মহানগরসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত অবৈধ মাদকদ্রব্য হিরোইন সরবরাহ করে আসছে বলে জানা স্বীকার করে।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।#