1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেফতার নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাকসুর ২৩ পদের মনোনয়নপত্র নিলেন ৩১৮ জন, সময় বাড়লো মনোনয়নপত্র বিতরণের দেশে একটি স্বৈরশাসক পাথরের মত বসে থেকে জনগণকে শোষন করেছে : বেগম সেলিমা রহমান রাণীশংকৈলে আর জি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন  পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো মাংসে রক্ষিত পিস্তল- ম্যাগজিন-গুলিসহ বাঘায় যুবক গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর অংশ হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ নরসিংদীর করিমপুরে নিম্নমানের বাঁধ নির্মাণ: এলাকাবাসীর ক্ষোভ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাঘায় পথ হারানো শিশুকে পরিবারের কাছে ফেরত দিল পুলিশ

রাজশাহীর বাগমারায় গরু-ছাগল চুরি ঠেকাতে বিশেষ উদ্যোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

#সমিত রায়, বাগমারা , রাজশাহী থেকে…………………………..

 

আর অল্প দিন পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদউলআযহা। ঈদউলআযহাকে সামনে রেখে প্রতিটি পরিবারে এবং মৌসুমী খামারীদের খামারে গরুছাগল পালন করা হচ্ছে। ঈদউলআযহার এই মুহুর্তে প্রতিটি এলাকায় বৃদ্ধি পায় গরুছাগল চুরি।

 

 

অনেকে নিজের মুখের খাবার গরুছাগলকে খাওয়ান। যাতে একটু ভালো হয় সেই গরুছাগলের শরীর। পবিত্র ঈদউল আযহায় ভালো দামের আশায় অনেক পরিশ্রম করেন খামারী সহ গরু পালনকারী কৃষকরা। অনেক কষ্টে বেড়ে তোলা গরুছাগল চুরি ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলার বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান।

খামারী গরু পালনকারী কৃষকদের গরু যাতে চুরি না হয় সে জন্য গ্রাম পুলিশ আনসার বাহিনীর সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে রয়েছে জন গ্রাম পুলিশ ১১ জন আনসার সদস্য। তারাই পবিত্র ঈদউল আযহার আগ পর্যন্ত ইউনিয়নের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, মোড় বা বাজার এবং বিভিন্ন গ্রামে অবস্থান করবেন।

 

এদিকে গরু চুরি ঠেকাতে গ্রাম পুলিশ আনসার সদস্যের হাতে ট্রসলাইট, বাঁশি এবং একটি করে লাঠি দিয়েছেন চেয়ারম্যান লুৎফর রহমান। এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকের শেষ সম্বল গরু চুরি হওয়ার ঘটনাও ঘটেছে। কোন ভাবেই চুরির সূত্র বের করতে পারছেনা প্রশাসনসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

 

 

পবিত্র ঈদউল আযহা আসলেই গরু চুরি বেড়ে যায় অনেক হারে। বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় সভাতেও আলোচনা করা হয়ে থাকে। বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, কৃষক এবং খামারীরা অনেক স্বপ্ন আর আশা নিয়ে গরুছাগল পালন করে থাকেন। স্বপ্নের সেই পশু যেন চুরি না হয় সে লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড় সহ বিভিন্ন গ্রামে চুরি প্রতিরোধ কমিটির সদস্যরা অবস্থান করার কারনে রক্ষা পাবে গরুছাগলের মালিকরা। এতে করে উপকৃত হবেন ইউনিয়নবাসী।

 

 

ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ঈদ আসলেই প্রতিটি এলাকায় কুরবানীর জন্য পালন করা পশু চুরি বেড়ে যায়। এরই মধ্যে প্রতি রাতে থানা পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে টহল পরিচালনা করে আসছেন। আইন শৃংখলা বাহিনীর সদস্যদের পাশাপাশি এলাকার লোকজন সতর্ক হলে চুরি রোধ করা সম্ভব।#

সান/১৩

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট