1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
গাইবান্ধায় সাংবাদিক সুমার নির্যাতন মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বিএনপির মঞ্চে শ্রমিক লীগ নেতা! রাজশাহীতে তৃণমূলে ক্ষোভের বিস্ফোরণ সুন্দরগঞ্জ উপজেলার ৭ নং রামজীবন ওয়ার্ড মেম্বর মোছাঃ জরিনা বেগম বিরুদ্ধে  অনিয়মের অভিযোগ আত্রাইয়ে বিএনপি‘র ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে ২ বছর  কারাদণ্ড ও অর্থদণ্ড এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৬ এরমধ্যেও ৮০ জন জিপিএ -৫ প্রাপ্ত আত্রাইয়ে একরাতে একই সময়ে মিটার বক্স ভেঙে দু’টি মিটার চুরি রাজশাহী পুলিশ কমিশনারের পক্ষ থেকে এসএসসি-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন  তানোরে আতঙ্কের নাম ‘রাসেল ভাইপার’ উপস্বাস্থ্যকেন্দ্রে নেই প্রতিষেধক, কৃষকদের জীবনে ঝুঁকি

রাজশাহীর তানোরে ডাচ্ বাংলা এজেন্ট শাখায়  গ্রাহকের ২০লক্ষ টাকা আত্মসাৎ, ব্যাংক কতৃর্র্পক্ষ নিরব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আলিফ হোসেন,তানোর, রাজশাহী……………………………………….

তানোরে ডাচ্ বাংলা ব্যাংক এর এজেন্ট শাখায় গ্রাহকের প্রায় কুড়ি লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) দরগাডাঙা বাজার শাখায় এই ঘটনা ঘটেছে।

 

ভুক্তভোগীরা জানান, এজেন্ট শাখা ব্যবস্থাপক মিঠু গ্রাহকের কাছে থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছে। মিঠুর সঙ্গে জড়িত আছে রাজনৈতিক পরিচয়ের এক প্রভাবশালী যিনি কলমা ইউপি নিয়ন্ত্রণ করেন। সরেজমিন তদন্ত করা হলেই জড়িতদের চিহ্নিত করা যাবে। ফলে এজেন্ট শাখায় একের পর এক নানা অনিয়ম ও দুর্নীতির কারণে গ্রাহকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একশ্রেণীর  এজেন্টদের প্রতারণার কারণে স্বনামধন্য এই বে-সরকারি ব্যাংকের চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে।

 

জানা গেছে, কলমা ইউপিতে ৫৬২ জন (ভিজিডি) দুঃস্থমাতা কর্মসূচির কার্ডধারী উপকারভোগী রয়েছে। সরকারি সহায়তা হিসেবে এরা প্রতিমাসে মাথাপিছু ৩০ কেজি করে দুই বছর বা ২৪ মাস চাল পাবেন। এসব চাল উত্তোলনে তাদের মাথা পিছু ২২০ টাকা করে সঞ্চয় জমা দিতে হয়, এবং দুই বছর পর তাদের এক সঙ্গে সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হবে। ডাচ্ বাংলা ব্যাংক এর দরগাডাঙা বাজার এজেন্ট শাখায় তাদের কাছে থেকে সঞ্চয়ের টাকা জমা নেয়া হয়। কিন্ত্ত এখানকার কর্মকর্তা মিঠু এসব গ্রাহকের কাছে থেকে প্রতিমাসে মাথা পিছু সঞ্চয়ের ২২০ টাকা করে নিলেও, তা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছে।

 

ইউপির শালবাড়ী সাঁওতাল পল্লীর বাসিন্দা মাথরা সরেন (৫৫), সিবাসটিনা কিস্কু(৫০), ময়না হাসদা (৪৯) ও লিখালিনা (৪৫) বলেন, তারা প্রতিমাসে মিঠুর কাছে ২২০ টাকা করে জমা দেন। কিন্ত্ত ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের নামে কোনো টাকা জমা করা হয়নি। এসব গ্রাহকগণ দ্রুত মিঠুকে আটক ও টাকা ফেরতের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আর ডাচ্ বাংলা ব্যাংকের মত সুনামধন্য প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটলে জনগণ কার উপর আস্থা নিয়ে আসবে। সুতরাং এসব লুটেরাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন। তাহলে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। আর শাস্তি না হলে গরীবের রক্ত ঘামানো টাকা খোয়া যেতেই থাকবে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপির শালবাড়ি সাঁওতাল পল্লীর বাসিন্দারা টাকা ফেরত পেতে মিঠু দোকানের সামনে সমবেত হলে মিঠু কৌশলে সটকে পড়ে। প্রসঙ্গত, ইতিপুর্বে মোহনপুর উপজেলার মৌগাছী বাজারের ডাচ্ বাংলা  ব্যাংকের

এজেন্ট ‘ মেসার্স সরকার ফার্মেসী গ্রাহকের সঞ্চয়ের প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই দরগাডাঙা বাজার ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট শাখায় এমন দুর্নীতির ঘটনায় ব্যাংকের গ্রাহকদের মধ্যে চরম আতঙ্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

 

এবিষয়ে কলমা ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা শিকার করে বলেন, মিঠু এর আগেও এমন কাজ করেছে। তিনি বলেন, মিঠুর সঙ্গে আরো কয়েকজন জড়িত আছে এরা সিন্ডিকেট করে অসহায় মানুষের কষ্টার্জিত টাকা আত্মসাৎ করছে। তিনি তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এবিষয়ে জানতে চাইলে মিঠু অভিযোগ অস্বীকার করে বলেন, এর জন্য তিনি দায়ি না।

 

তবে এব্যাপারে ডাচ বাংলা ব্যাংক এর রাজশাহী জোনাল অফিস নিরবতা পালন করছে। তারা এখন পযর্ন্ত মুখ খুলেনি এবং গ্রাহকের ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে কোন কিছু বলছে না। তার এখন পযর্ন্ত কোন বিবৃতি ও দেয়নি। এজেন্ট শাখর অনুমতি ডাচ বাংলা ব্যাংকের যে শাখা দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। স্থানীয়রা দুনীর্তি দমন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট