1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া কুক্কিয়নের সঙ্গে তায়কোয়ানডো সম্পর্ক চ্যালেঞ্জের মুখে নরসিংদীর রায়পুরে  রাজিব আহমেদ এর জমি দখলের অভিযোগ আলী আসগর মোল্লা বিরুদ্ধে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী তানোরে নিখোঁজের ২০ দিনপর যুবকের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার  ধোবাউড়ায় সরকারী ডিগ্রী কলেজ চলাচলের রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি অভিযোগে  ২০ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ের গ্রামে গলায় ফাঁস দিয়ে  উপজাতির আত্মহত্যা ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঘোড়াশালে ট্রাকের চাপায় যুবক নিহত, চালক আটক মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের ফাঁসি, তিনজন খালাস

রাজশাহীর তানোরের হরিশপুরে বৃষ্টির মধ্যে রাস্তায় কার্পেটিং , হেতু কি

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আলিফ হোসেন,তানোর, রাজশাহী………………………………………….

রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) হরিশপুর গ্রামে পাকা রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের  বিরুদ্ধে সিডিউল উপেক্ষা করে নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছে গ্রামবাসি । এতে রাস্তার স্থায়ীত্ত্ব নিয়ে শংসয় দেখা দিয়েছে।

 

এদিকে রাস্তা নির্মাণের পুর্বেই রাস্তার যাবতীয় তথ্য সংবলিত সাইনবোর্ড সাঁটানোর বাধ্যবাধকতা থাকলেও কোনো সাইনবোর্ড সাঁটানো হয়নি। এলাকার মানুষের কাছে তথ্য গোপণ করে রাস্তার নির্মাণ কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন গ্রামবাসি।

 

জানা গেছে, উপজেলা এলজিইডি’র তত্ত্বাবধানে  প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৬ লাখ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নুর এন্টারপ্রাইজ রাস্তার নির্মাণ কাজ করছেন।

 

প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম, সাদিকুল ইসলাম ও আব্দুর রহমান বলেন, গত ২৭ জুন মঙ্গলবার দিনভর ভারি ও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। কিন্ত্ত বৃষ্টির মধ্যেই রাস্তার  কার্পেটিং কাজ করা হয়। এসময় সেখানে উপজেলা এলজিইডির কোনো কর্মকর্তার দেখা পাওয়া যায়নি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, রাস্তার বেড করতে এক নম্বর ইটের খোয়ার সঙ্গে তিন নম্বর ইটের খোয়া এবং নিম্নমাণের বিটুমিন ব্যবহার করা হয়েছে। এছাড়াও বৃষ্টির মধ্যে কার্পেটিং করা হয়েছে, রোলার করার পর পরই রাস্তার বিভিন্ন স্থানে ভেঙে গেছে ও কাদাসহ পানি জমেছে। এই রাস্তা নির্মাণের পরপরই নষ্ট হওয়ার আশংকা রয়েছে। এনিয়ে কথা বলার কোনো সুযোগ নেই।

 

স্থানীয় ইউপি সদস্য জানান, ইউপিবাসির দীর্ঘদিন স্বপ্ন পুরুণ হয়েছে সত্যি তবে রাস্তার কাজের মান নিয়ে জনগণের মধ্যে চরম অসন্তোষ লক্ষ্য করা গেছে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মুটোফোনে কল গ্রহণ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে এসও সাহিনুর বলেন, বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গেই কাজ বন্ধ করা হয়েছে।

 

এসময় নিজেকে নুর ইসলাম ঠিকাদার পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান, কাজে কোনো অনিয়ম হয়নি। আর ছিটেফোঁটা বৃষ্টির মধ্যেও কার্পেটিং কাজ করা যাবে না সত্য, তবে কাজ শুরুর পর বৃষ্টি হলে গরম পাথর তো ফেলা দেয়া যায় না, বৃষ্টির মধ্যেই কিছুটা কার্পেটিং করে কাজ বন্ধ রাখা হয়েছে।

 

তিনি বলেন, সাংবাদিকদের সাড়ে তিন হাজার টাকা দেয়া হয়েছে খবর না করার জন্য, এর পরেও যদি কেউ খবর করে সেটা দুঃখজনক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট