# মোঃ শাহাদৎ হোসেন খোকন, গাইবান্ধা জেলা প্রতিনিধি………………………………………..
গাইবান্ধার বামনডাঙ্গা কাঠগড়া বিএম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় সীমাহিন দুর্নিতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ প্রকাশ, কাঠগড়া বিএল এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাংলা অংক ইংরেজী উচ্চতর গণিত পদার্থ, রাসায়ন ও জীববিদ্যা সহ সকল বিষয়ে ৪ তলায় ডিউটিরত শিক্ষকেরা পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নের উত্তর গাইড বই নিয়ে পরীক্ষার্থীদের সরবরাহ করছেলি ।এর জন্য পরীক্ষার্থীদের বেশ মোটা অংকের টাকা দিতে হয়েছে এ পরীক্ষা কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষককে দিতে হয়েছে বলে অভিভাবকদের অনেকেই অভিযোগ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জন ছাত্রের অভিভাবক এই প্রতিবেদক কে জানান, ১০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে গাইড দেখে লেখার সুযোগ দিয়েছেন। আর যারা টাকা দিতে ব্যর্থ হয়েছে তাদেরকে সে সুযোগ দেয়নি। তিনি বলেন উক্ত ঘটনা সত্য। আমার ছেলে ঐ কেন্দ্রে পরীক্ষা দিলেও আমি টাকা দিতে না পারায় আমার ছেলেকে প্রথম বেঞ্চে বসানো হয়েছে। এই দুর্নিতির সঙ্গে কেন্দ্র সচিব ও অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ হামিদ মিয়া জড়িত রয়েছেন বলে অভিযোগে জানা গেছে।
ছাত্রদের ব্যবহারিক পরিক্ষায় ৩৮৯ জন পরীক্ষার্থীর নিকট অতিগোপনে চারটি বিষয়ে ১০০ টাকা নিয়ে তার পরেই ব্যবহারিক পরীক্ষার খাতা দেওয়া হয়। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সকল পরীক্ষার সভাপতি জানান, লিখিত অভিযোগ পেলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেদন বলে জানান। এব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন পেপার কাটিং করে চেয়ারম্যান দিনাজপুর শিক্ষা বোর্ড বরাবরে পত্রিকাটি পাঠালে গাইবান্ধা বামনডাঙ্গা কাঠগড়া বিএল পরীক্ষা কেন্দ্র বাতিল হবে জানান । একারণে আমি কিছু করতে পাারছি না, যেহেতু জেলা প্রশাসক পরীক্ষা কমিটির সভাপতি।#