# সাগর নোমানী, রাজশাহী………………………………….
আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনী আমেজে চলছে প্রচার প্রচারণা। মনোনয়ন পত্র উঠানোর শেষ সময় ছিলো ১৮ মে-২০২৩। মনোনয়ন পত্র দাখিল ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত। ২২ মে বেলা সাড়ে ১১টায় মনোনয়ন পত্র দাখিল করেন ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রনি।
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নিজ ওয়ার্ডবাসীকে একটি পরিস্কার-পরিচ্ছন্ন ও ডিজিটাল ওয়ার্ড উপহার দিতে চান সাবেক বাসের মেম্বারের সুযোগ্য পুত্র ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী মোহাম্মদ রনি।
মনোনয়ন পত্র দাখিল শেষে জনপ্রিয় এই কাউন্সিলর পদ প্রার্থী মোহাম্মদ রনি বলেন, আসন্ন ২১জুন অনুষ্ঠিত রাজশাহী সিটি নির্বাচনে ওয়ার্ডের জনগণের দোয়াই বিজয়ী হবো ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে আমার ওয়ার্ডবাসী আধুনিক সুযোগসুবিধা থেকে বঞ্চিত। এছাড়া বৃষ্টির সময় এলাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। অসহায় মানুষদের কথা চিন্তা করেই আমি এবার নির্বাচনে অংশ নিয়েছি। আমি যদি এবারের নির্বাচনে কাউন্সিলর হতে পারি বয়স্ক সকল ব্যক্তিকে ভাতার আওতায় আনার চেষ্টা করবো। দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রী এম্বুলেন্স ও বিনামূল্য চিকিৎসা সেবা চালু করবো।
মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সুমন ও ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#