# চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চকপাড়া সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া ভারতীয় সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে মালিকবিহীন প্রায় দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইন ও ১৫ হাজার পিস ইয়াবা উদ্বার করে ৫৯ বিজিবির সদস্যরা।
৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, রবিবার (০৯ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটের নাগাদ চাকপাড়া সীমান্তে এসব হেরোইন উদ্বার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বেটালিয়নের সদর থেকে সোমবার (১০ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়,বিজিবির একটি বিশেষ টহল দল চাকপাড়া বিওপির সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলা নদীর পাড়ে অভিযান পরিচালনা করে মালিকবিহীন দেড় কেজি হেরোইন ও ১৫ হাজার পিস ইয়াবা উদ্বার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান,ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিজিবি সীমান্ত এলাকায় কোন প্রকার অবৈধ ভাবে পাচার হয়ে আসা ঠেকাতে বদ্ধ পরিকর। উল্লেখ্য সদ্য যোগদানকারী ৫৯ বিজিবির বর্তমান অধিনায়ক দায়িত্ব গ্রহণের পর- পরেই মাদকের এত বড় চালান আটক করলেন।#