1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডুমুরিয়ায় হুফ্ফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত তানোরে আলুর বীজ নিয়ে মহা সিন্ডিকেট দিশেহারা চাষীরা! খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়  বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিকদের নিরাপত্তার জন্য অ্যাডভোকেসি কর্মশালা  সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন সিংড়ায় মাদরাসা দারুস সুন্নাহ বার্ষিক পুরস্কার বিতরণ সি ইউ সি সংগঠনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায়  রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের তেলকুপি উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে রা.শি.বো. বিদ্যালয় পরিদর্শক

  • প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৪৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ……………………………….

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয়ে নবীনদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ই মার্চ ২০২৩, সোমবার সকাল ১০টা নাগাদ শুরু হয় । নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাঃ জিয়াউল হক, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। বিশেষ অতিথি মোহাঃ ইমরান হোসেন, সভাপতি , তেলকুপি উচ্চ বিদ্যালয়,  মোঃ এমরান আলি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, তেলকুপি উচ্চ বিদ্যালয়।

 

অনুষ্ঠানে আসন গ্রহণের পর পরেই দেয়া হয় জিপিএ ৫ প্রাপ্তদের তুলে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট । এ সময় কৃতি ছাত্র ছাত্রীরা বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হকের কাছে থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার গ্রহন করেন । এরপর তেলকুপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় শুরু হয় ।

 

আলোচনা সভায় বিশেষ বক্তব্যে রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমরান হোসেনের সুযোগ্য সন্তান , দৈনিক সবুজনগর পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মোহাঃ ইফতেখার আলম । ইফতেখার আলম তার বক্তব্যে প্রথমেই মঞ্চে উপস্থিত বিদ্যালয় পরিদর্শক মহা.জিয়াউল হকের মত একজন শীর্ষ কর্মকর্তা প্রধান অতিথির আসনটি অলংকৃত করায় শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এছাড়াও অনুষ্ঠানের সভাপতি ,বিশেষ অতিথিসহ উপস্থিত হয়ে এই নবীন বরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান । তিনি তাঁর বক্তব্যে বেশকিছু বিষয় তুলে ধরেন ,তার মধ্যে- অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় পরিদর্শক সততা ও যোগ্যতা দিয়ে নিজ দপ্তর থেকে যেভাবে দূর্নীতি বন্ধ করেছেন– যা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে । আগামীতে শীর্ষ পদে আমাদের এ কৃতি সন্তান প্রিয় বড়কে শীর্ষ পদে দেখব বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

এছাড়াও তিনি স্বরন করেন স্কুলটি যাদের অবদানে তৈরিতে হয়েছে তাদের স্যালুট জানান। তার পিতা ইমরান হোসেন এর দেয়া জমির উপর গড়ে উঠেছে এ বিদ্যালয়টি। তিনি স্বরনকরেন বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে মরহুম মন্টু ডাক্তারের নগদ অর্থ প্রদানের ফলে একটি ঘর নির্মিত হয়েছিল । ১৯৮৭ সালে দেয়া ঘরটি নির্মানের মধ্যদিয়ে আজকের এই তেলকুপি উচ্চ বিদ্যালয়। প্রায় ৩৫ বছর আগের ঘরটি এখন ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জরাজীর্ণতার কারণে । যা এমপি মহোদয়ের দৃষ্টিতে রয়েছে ।

 

তিনি বলেন, আমরা পুণরায় এখানে একটি ব্লিডিং করতে চাই যা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মঈন উদ্দিন আহমেদ মন্টু ডাক্তারের নামেই ভিত্তি প্রস্তর করা হবে ‌। তার সাথে বিল্ডিং-টি প্রয়াত নেতার নামে করার জন্য আবেদন জানাচ্ছি।

 

ইফতেখার আলম তার বক্তব্যে সকল শিক্ষকসহ প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে বলেন , ব্যক্তি রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু বিদ্যালয় কোন বিশেষ ব্যাক্তির কিংবা কোন রাজনৈতিক দলের নয় । বিধায় বিদ্যালয়ের উন্নয়নের জন্য রাজনৈতিক মতভেদ ভূলে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। । বিশেষ অতিথি সাবেক জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমরান হোসেন বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক কে অনুষ্ঠানে এসে তার মূল্যবান সময় দেবার জন্য ধন্যবাদ জানান । তিনি বিদায়ী ছাত্র- ছাত্রীদের উদ্যেশ্যে বলেন তোমাদের জন্য দোয়া করি ভালভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারো । তোমাদের ভালো ফলাফলেই পারে বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে ।

 

প্রায় চার ঘন্টা ধরে চলা অনুষ্ঠানে আসে সেই মাহেন্দ্রক্ষণ, যার স্বাবলীল এবং একজন উচ্চ পদস্থ কর্মকর্তার বক্তব্য শুনার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন । প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক তাঁর মুল্যবান বক্তব্যে বেশকিছু সৃতির কথা জানান। অনেকটা আবেগ ভরা কন্ঠে মরহম (বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন গাহুল) পিতা’ র কথা স্বরণ করে বলেন তেলকুপির সাথে কতটা নিবিড় সম্পর্ক ছিল । আর অনুষ্ঠানের আশার বিষয়ে বলেন তেলকুপির প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে । যার কারণে অনেক প্রোগ্রামের মধ্যেও আমি তেলকুপি এসেছি । যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি সেখানে বসে আছেন আমার শ্রদ্ধেয় ইমরান চাচা । ইমরান চাচার সাথে আমার বাবার নিবিড় সম্পর্ক ছিল ।

 

মহাঃ জিয়াউল হক, তিনি বিদায়ী শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সেই সাথে তিনি অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং শিক্ষার্থীদের অভিভাবক সহ স্থানীয় সকলকেই সার্বিক দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন তিনি। বিদায়ী ছাত্র ছাত্রীদের কাছ থেকে ভাল ফলাফল পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।

 

এছাড়াও আরো বক্তব্য দেন ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ কাশেদ আলী , অত্র স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল গনি । এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল শিক্ষক,কর্মচারী, নবীন ও বিদায়ী ছাত্রছাত্রীসহ সকল শিক্ষার্থী সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকগন। উক্ত অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাঃ আবদুল মান্নান এর সভাপতিত্বে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের জন্য দোয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট