# নিজস্ব প্রতিবেদক……………………………….
রাজশাহী মহানগরীর সুরা এলাকার ঐতিহ্যবাহী সুখানদিঘি পুকুরটি নগরীর চিহিৃত ভূমিদস্য ও প্রভাবশালী মহল দ্বারা ভরাটের প্রতিবাদে মনববন্ধন করেছে এলাকাবাসী ও দিঘিটির(পুকুরটি) ওয়ারিশরা। বুধবার ১৫ মার্চ বেলা ১১টায় দিঘিটির পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মহানগরীর পুরনো ঐতিহ্যবাহী শুকান দিঘিটি সংরক্ষিত জলাধার হওয়ার পরেও এলাকার চিহিৃত ভূমিদস্য ও প্রভাবশালী মহল ক্ষমতাশীন দলের প্রভাব খাটিয়ে ভরাট করছে, যা সম্পূর্ণ বেআইনি।
অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান অনুযায়ী নগরীর সুখান দিঘি সংরক্ষিত জলাধার। উচ্চ আদালতের নির্দেশনায় এই পুকুরটি ভরাট না করতে নির্দেশনাও রয়েছে। তারপরও স্বার্থন্ন্যাসী একটি প্রভাবশালী মহল দিঘিটি ভরাট করে দোকান ঘর নির্মাণ করার পাঁয়তারা করছে।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এলাকাবাসীরা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী সিদ্দিকের ছেলে সৌরভ, খোদা বক্সেও ছেলে সুমন, কালুসহ বেশ কয়েকজন এই পুকুরের মালিকানা দাবি করে ক্ষমতাশীন দলেরর নেতা ও প্রশাসনের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে রাতের আঁধারে দিঘিটি ভরাট করছে ও দোকান নির্মাণ করছে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও পুকুরটি যথাযথভাবে সংরক্ষণের দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জিল্লুর রহমান, আব্দুল আজিজ, ফয়সাল আহম্মেদ, স্বপ্না বেগম, শিলা খাতুনসহ এই দিঘির মূল ওয়ারিশ শরিফা, আতিফ, হনূফা, হাজেরা ও মাজেদার পরিবারের সদস্যবর্গ।#