মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে পুঠিয়া থানার শিলমাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মোঃ সুমন আলী (২৫)। সে সাদেক আলীর ছেলে এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া গ্রামের বাসিন্দা।
এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ ২৬০ টাকা উদ্ধার করা হয়। র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুমন আলী দীর্ঘদিন ধরে হেরোইন, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#