1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে আটক বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ গাইবান্ধার নলডাঙ্গা রেলষ্টেশনের জায়গা অবৈধভাবে দখল, রেলষ্টেশন  কর্তৃপক্ষের চাাঁদাবাজি বেড়েছে গাইবান্ধার সেই এলজিইডি প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত, ৩৭ লক্ষ টাকা জব্দ রাজধানীতে নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগ নওগাঁর আত্রাইয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন আত্রাইয়ে যুবকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   চট্রগ্রামে রুমা’র উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত লঞ্চের সাথে সংঘর্ষে মাছ ধরা জেলের নৌকাডুবি,  শিশু নিখোঁজ গাইবান্ধার পলাশবাড়িতে মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার সাতক্ষীরা গ্রীন লাইফ হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে

সর্ব প্রথম এবং শাওন আমিন যেন একই সুতোয় গাঁথা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঝড় আমীন।।                                                                                         ছাপার অক্ষরে নিজের নাম দেখার বাসনা থেকেই ১৯৮৭ সনের ২৬ শে মার্চ বড় ভাই আলো ইসলামের প্রত্যক্ষ সহযোগিতায় রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম উপজেলা লংগদু থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লংগদু উপজেলার সর্ব প্রথম ম্যাগাজিন ” সুচনা “র সম্পাদক হিসেবে শাওন আমিনের সম্পাদক হিসেবে আত্ম প্রকাশ ।

তারপর থেমে থেমে চলেছে শাওন আমিনের বিভিন্ন পত্র পত্রিকায় লেখা লেখি ও সম্পাদনা । মাঝে কিছু দিন জীবিকার প্রয়োজনে রেড কাউ খ্যাত সানয়ারা কর্পোরশন এর নিরাপত্তা কর্মকর্তা , ২০০০ ইং থেকে ২০১১ ইং পর্যন্ত এইচ এস মেরিন এজেন্সি তে ম্যানেজার অপারেশন হিসেবে সাগরের উত্তাল ঢেউ এর সাথে যুদ্ধ করা এ এক কল্প কাহিনী ।

১৯৭০ইং সালের ৬ জুন চিটাগাং এর পাহাড়তলী থানার নয়া বাজার ওয়াসা কলোনি তে শাওন আমিনের জন্ম । বাবা মরহুম রতব আলী চট্রগ্রাম ওয়াসায় কর্মরত থাকায় শৈশব , কৈশোর কেটেছে বন্দর নগরী চট্রগ্রামে । ১৯৮৬ সালে এস এস সি পাশ করার পর বড় ভাইয়ের কর্মস্তল রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম উপজেলা লংগদু তে বসবাস । বড় ভাই আলো ইসলামের সাহিত্য চর্চা শাওন আমিন কে অনুপ্রাণিত করলেও কবিতা , কিংবা গল্প কোনটাই লেখা সম্ভব হয় নি । তবে দমবার পাত্র নন শাওন আমিন । শুরু করলেন সংবাদ পত্রে লেখা । প্রথম সংবাদ ছাপা হয়েছিল রাঙামাটি , খাগড়া ছড়ি ,বান্দরবান পার্বত্য জেলার সর্ব প্রথম সংবাদ পত্র দৈনিক গিরি দর্পণ – এ ।

জীবিকার তাগিদে বড় ভাইয়ের কর্ম স্থল রাঙ্গামাটি হওয়ায় আবারো আবাস পরিবর্তন । তবে এবার রাঙ্গামাটি নয় চচট্রগ্রামে । মাত্র ৩ মাস সাপ্তাহিক গিরি বার্তার লংগদু সংবাদ দাতা হিসেবে কাজ করার পর গিরি বার্তার সম্পাদক মেজর হাবিবুর রহমান PSC,BSC,BA,MA,LLB, এর ডাকে সাড়া দিয়ে সহকারী সম্পাদক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন । নিজের মেধা ও যোগ্যতায় মাত্র ৬ মাসের মাথায় সাপ্তাহিক গিরি বার্তার বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি হবার পর তাগিদ অনুভব করেন পড়া শোনা চালানোর । ১৯৯০ ইংরেজিত চট্রগ্রামের ওমরগনি এম ই এইচ কলেজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার আগেই রাঙামাটি বিগ্রেডের বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার নাজমুল আমিনের সহযোগিতায় রাঙামাটি , খাগড়া ছড়ি ,বান্দরবান পার্বত্য জেলার সর্ব প্রথম ইংরেজি সংবাদ পত্র ” দি হারবিংজার ” ( পাক্ষিক) এর সম্পাদক ও প্রকাশক হিসেবে আত্ন প্রকাশ করেন ।

লেটার প্রেসের যুগে ৭০ গ্রাম অফসেট কাগজে আধুনিক প্রযুক্তির সমন্নয়ে কম্পিউটার কম্পোজে প্রকাশিত হারবিংজার পার্বত্য অঞ্চলের শিক্ষিত মানুষের প্রিয় পত্রিকায় পরিণত হলেও রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ( এরশাদ শাহীর পতনের পর ) শাওন আমিন এর ঠিকানা পরিবর্তন । এবার সীমান্তবর্তী জেলা শহর ঠাকুরগাঁও ।

১৯৯১ থেকে ১৯৯৪ ইং পর্যন্ত ঠাকুরগাঁও এ অবস্থান কালে বৃহত্তর দিনাজপুরের সর্ব প্রথম আধুনিক আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সংবাদ পত্র ( ডাবল ডিমাই সাইজের ৮ পাতা ) মাসিক সুচনা”র সম্পাদক হিসেবে আত্ন প্রকাশ । ফাকে ফাকে অবশ্য চট্রগ্রামের আলোচিত দৈনিক পূর্বকোণ এর রাঙামাটি জেলা প্রতিনিধি ,দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক চাঁদনী বাজার এ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন ।

১৯৯১ ইং দিনাজপুরের সংবাদ পত্র জগতে প্রথম মাসিক পারিশ্রমিকের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে দৈনিক তিস্তা এ কর্মরত ছিলেন । এর মধ্যে ১৯৯৩ সনে রুহিয়া ডিগ্রি কলেজ থেকে বি, এ পাশ এবং বক্তিগত জীবনেও বিয়ে পাশ করেন । আকিব ইসলাম ঝড় ও ফাল্গুনী ইসলাম বীথি নামে ২ সন্তানের গর্বিত জনক শাওন আমিন।

আবারো ঠিকানা পরিবর্তন করেন । চিটাগাং গিয়ে কর্ম জীবন শুরু করেন । কক্সবাজারে একটি ৩ তারা খচিত আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে । এরপর সানোয়ারা কর্পোরশন এর নিরাপত্তা কর্মকর্তা, স্বাধীন চেতা শাওন আমিন বেশি দিন কোথাও থিতু হতে পারেন নি । সব ছেড়ে ছুড়ে দিয়ে বিজ্ঞাপনী ব্যবসা শুরু করেন । আবারো পত্রিকা প্রকাশের উদ্যোগ নেন ।চিটাগাং এর প্রথম ফ্যাশন পত্রিকা ” গ্লামার ” এর প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে আবারো সাংবাদিকতা শুরু। এর ফাকে সাপ্তাহিক পূর্ব বার্তা, সাপ্তাহিক জীবন্ত কাগজ ও সাপ্তাহিক মাইনির নির্বাহী সম্পাদক হিসেবে কর্ম রত থাকা অবস্থায় এইচ এস মেরিন এজেন্সি তে চাকুরী নিয়ে উত্তাল সমুদ্র চষে বেড়িয়েছেন ।

যে বড় ভাই আলো ইসলামের আদর্শে বড় হয়েছেন তার অকাল প্রয়াণে এত টাই কষ্ট পান যে,কাউকে কিছু না বলে আবারো ঠিকানা পরিবর্তন করেন। এবারের ঠিকানা আলো ইসলামের কবরের মাত্র ২০০ গজ দূরে বরুনাগাও গ্রামে । কিছু দিন অলস সময় কাটানোর পর আবারো নতুন করে পথ চলা শুরু । তবে এবারের পথ মসৃণ নয় ।সর্ব প্রথম শব্দ টি যেন শাওন আমিন এর সাথে সুপার গ্লুর মত লেগে আছে । এবারো এর ব্যতিক্রম হয় নি ।

ঠাকুরগাঁও জেলা থেকে এবার প্রকাশ করলেন সর্ব প্রথম ( ৮০ গ্রাম অফসেট কাগজে ৮ পাতা ) রঙ্গিন সংবাদ পত্র ” ঠাকুরগাঁওয়ের কাগজ ” । কিন্তু পত্রিকাটি ২ বছর প্রকাশ হবার আইনি জটিলতায় বন্ধ হয়ে যায়। এতো কিছুর পরেও হাল ছাড়েন নি শাওন আমিন অনেক চড়াই উৎরাই পার হয়ে সাপ্তাহিক বাংলার আলো ও মাসিক গ্লামার এর প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে ঠাকুরগাঁও থেকে নিয়মিত প্রকাশ করার পরে আর্থিক সংকটে পরলে ঠাকুরগাঁও ছেড়ে চট্রগ্রাম চলে আসেন।

চট্রগ্রামের এইচ এস মেরিন এজেন্সি তে শিপ সুপারভাইজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় গত ২০২৪ সালের জুলাই মাস থেকে অনলাইন ভিত্তিক দৈনিক ঝড় নামে একটি পত্রিকার সম্পাদক / প্রকাশক হিসেবে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছে। শাওন আমিনের বৈশিষ্ট হলো তার সম্পাদিত সকল পত্রিকায় বড় অক্ষরে লেখা থাকতো ” প্রকাশিত লেখার জন্য একমাত্র সম্পাদকই দায়ী ” যা দৈনিক ঝড় এও বিদ্যমান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট