বিশেষ প্রতিনিধি: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরত ও অবস্থান ধর্মঘট করেছেন ডিপ্লোমা সার্ভেয়ারবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি পালন করে তারা।
এসময় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুম, রাজশাহী বিভাগের আহ্বায়ক আজিমুল হক, সদস্য সচিব মিল্লাত হোসেন, রাজশাহী বিভাগের সমন্বয়কারী আসলাম হোসেন বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার জন্য ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের গেজেট বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন- বৈষম্য দূরীকরণের দাবি জানান তারা। তা না হলে আগামী ৬ অক্টোবর থেকে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।#