# জিয়াউল কবীর……………………………………………..
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমান বিচারপতি মো. শাহীনুর ইসলাম। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নবনিযুক্ত তিন বিচারপতিকে যথাক্রমে শপথবাক্য পাঠ করান।তাঁরা হলেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।নতুন তিন বিচারপতির শপথ নেওয়ার মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল আটে।
বিচারপতি শাহীনুর ইসলামের জন্ম ১৯৫৮ সালের ৭ এপ্রিল। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালের ২০ এপ্রিল মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পান। ২০০১ সালের ১৩ জানুয়ারি জেলা ও দায়রা জজ হন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর ২০১০ সালের এপ্রিলে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান তিনি। পরে ২০১২ সালের ২২ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বিচারক প্যানেলে নিয়োগ পান। পরের বছর ৫ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট বিভাগে ফিরিয়ে নেওয়া হয় বিচারপতি মো. শাহিনুর ইসলামকে।
আইন মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল ২০২৪ ইং তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগদান করেন বলে সুত্র জানিয়েছে।#