শাহাদত হোসেন খোকন/ শাহরিন সুলতানা সুমা,গাইবান্ধা প্রতিনিধি: মোছাঃ রিশামনি আক্তার একজন অসহায় দরিদ্র পঙ্গু নারী। তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে যে সাহায্য পান তাতে দু’মুঠো ভাতই জোটে না। তার উপর চিকিৎস্যা। এতে তার প্রচুর অর্থ প্রয়োজন। এ বিপিুল পরিমাণ অর্থ যোগোনে ব্যার্থ রিশামনি হতাশায় প্রহর গুনছে।
রিশামনির চিকিৎস্যার ভার কেউ কি নিতে পারেন। যার আর্থিক সহায়তা পেলে সে সুস্থ জীবন ফিরে পেতে পারে। এ পঙ্গু নারীকে সবার সাধ্যমত আর্থিক সাহায্যের হাত প্রসারিত করলে একটু সুন্দর জীবন পেতে পারে এ নারী। তিনি প্রশাসন ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন, আবেদন করেছেন হুইল চেয়ারের।
সমাজসেবা কার্যালয় , সুন্দরগঞ্জ এ অসহায় নারীকে আর্থি ক সহাতায় সহযোগিতা করতে পারে। সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসক কার্যালয় ইচ্ছে করলে এ নারীর ইচ্ছে সহজেই পূরণ করতে পারে। সরকারি তহবিল থেকে অর্থ প্রদান করা হোক এ অসহায় নারীকে। এটা সুন্দরগঞ্জবাসীর দাবি।
এব্যাপারে সহয়তার জন্য রিশামনির পিতা, গাইবান্ধা জেলা প্রশাসক, ইউএনও সুন্দরগঞ্জ এর দুষ্টি আকর্ষণ করেছেন। সকলের বিশ্বাস স্থানীয় প্রশাসন ও এলাকার সচেত ব্যক্তিরা রিশামনির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।