সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান ও পাঠ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ০৩জুন সোমবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিংড়া নাটোর এর আয়োজনে উপজেলার বড়গাঁও স্থানীয় কৃষকদের উপস্থিতিতে প্রযুক্তিগত ব্যাবহার, উন্নতমানের বীজ বপন ও নানাধরনের কৃষি পরামর্শের মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়।
এসময় কৃষকদের উদ্দেশ্য পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান,উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ(রয়েল),উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, মোঃ আরিফ হোসেন সহ আগত অতিথিগন, এসময় উপস্থিত ছিলেন ২নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সহ-সভাপতি নুরুল ইসলাম,সোলাইমান হোসেন,মোঃ আবু তাহের,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তালেব সহ সমন্বিত কৃষকগন কৃষকদের উদ্দেশ্যে খাবার বিতরণ ও কৃষক সম্মানি ভাতা প্রদানের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।#