
#মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: নুর ইসলাম (২৬), মুরাদ হাসান (২৪), তন্ময় ইসলাম(২৭), মুরাদ জামান (২৬), শয়ন মন্ডল (২৩), বিটুল প্রামানিক (৩৪), এমদাদুল ইসলাম(২১), বাবু মিয়া (২৫), জিকো কুমার সাহা (৩৭), জাকিরুল ইসলাম (৪২), জিয়ারুল ইসলাম (৩০), নাছিম মিয়া (২৫), নিলয় ইসলাম সৈকত (২০), সাইফুল ইসলাম শাওন (২২), ওয়াজেদ হোসেন (৪১)। এ ছাড়া চাকুসহ নিয়মিত মামলার আসামী হাসমত (৩৪), মানিক মিয়া (৪৫), সিআর পরোয়ানাভুক্ত আসামী আলী হোসেন, জিআর পরোয়ানাভুক্ত আসামী শাহিনুর (২৮), সিআর ওয়ারেন্টভুক্ত আসামী মনিরা বেগম, রানা মন্ডল, জয়নাল মন্ডল, হাসিনা বেগম , সরান, কল্পনা বেগম গণকে গ্রেফতার করেছে পুলিশ।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।#