শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার দশলিয়া গ্রামে জমির জের ধরে হত্যা করে আসামীদের গ্রেপ্তার করা দরকার। শ্রী সুমন পিতা মৃত আদা দাস হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবি জানান।
এব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতি মাননীয় জনপ্রশাসন উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা জেলা প্রশাসক গাইবান্ধা বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর ডি আইজি রংপুর রেঞ্জ রংপুর আইজিপি পুলিশ হেডকোয়ার্টার ঢাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিবি পুলিশ সিআইডি পিবি আই গাইবান্ধা পুলিশ সুপার গাইবান্ধা। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় লিখীত আবেদন করা হয়েছে।
আসামী ১/ সংকোরাজ সেন ওরফে ঠাকুর,২ সত্যা সেন, উভয়ের পিতা নেপেন চন্দ্র সেন ওরফে খেলশা। সাবিত্রী রাণি পিতা নেপেন চন্দ্র সেন ওরফে খেলশা। এই সকল আসামীগণ গত ০৪/০৭/২০২৫ ইং তারিখে জমিতে ডিসেট ছাগল বাঁধতে গেলে আসামি সকলে মিলে আমার বাবা মাটিতে থাকা হাঁতে থাকা রামদা ও চাইনিজ কুড়াল দ্বারা কুপাতে থাকে, সে গুরুত্বর আহত হলে তাকে মাইক্রোবাস করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মৃত্যু ঘোষণা করে মর্গে পাঠানো হয়েছে। আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।#