সাতক্ষীরা প্রতিনিধি; সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম এর সভাপতিত্বে বক্তব্য দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানাজীর্, দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক আশেক ই এলাহী , এশিয়ান টিভির মশিউর ফিরোজ, এস এ টিভির শাহিন গোলদার, যুমনা টিভির আকরামুল ইসলাম , দৈনিক কালবেলার গাজী ফরহাদ , মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, রুপালী বাংলাদেশের আব্দুল মোমিন, আজকালের খবরের এস এম তৌহিদুজ্জামান, দৈনিক বাংলাবাজারের সৈয়দ পান্না প্রমুখ।
উল্লেখ্য, গতকাল সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভার জন্য যান সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ।ওই সময় প্রেসক্লাবের একাংশের সভাপতি আবু নাসের মো আবু সাইদ ্ও সাধারন সম্পাদক আব্দূল বারীর নেতৃত্ব একদল মাদকাসাক্ত সন্ত্রাসীরা বিবিসি টিভির সাংবাদিক বেলাল হোসেন ্ও দৈনিক ভোরের সময় প্রতিকার সাংবাদিক আমিনুজ্জামান বাবু সহ ৩০ জন সাংবাদিকে পিটিয়ে জখম করে।
এ সময় বক্তারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে, হামলাকারী গ্রেপ্তারের জন্য জোর দাবী জানান। একই সাথে এই সংকট নিরসনের জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেন।#