ক্যাপশন: মিস্টির দোকানের প্রতিকৃতি।
জহর হাসান সাগর, তালা, সাতক্ষীরা……………………………………………………
সাতক্ষীরার তালার হাজরাকাটি বাজারে মিষ্টি ব্যবসায়ী কার্তিকের দোকানে ফ্রিজের ভিতর মাছ মাংস ও মিষ্টি একসঙ্গে রাখাই মিষ্টি নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ৩১ আগস্ট, সকাল ১০ টা সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জানতে পারেন বাজারে কার্তিকের মিষ্টির দোকানে অনেকদিন যাবত নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ফ্রিজের ভিতর মাছ-মাংস ও মিষ্টি একসঙ্গে রাখা এবং খুব নোংরা পরিবেশে মিষ্টি তৈরির পরিবেশ দেখে। তৎক্ষণিক তার মিষ্টি নষ্ট করে দেয় এবং তিনি ভুল স্বীকার করেন। এই মর্মে তাকে সাধারণ ক্ষমা করে দেয়া হয় ।
এ বিষয়ে এলাকার জনগণ জানান সেনেটারী ইন্সপেক্টরের অভিযানে আমরা অনেক সন্তোষ্ট। অনেকদিন যাবত কার্তিক নোংরা পরিবেশের মিষ্টি তৈরি করে আসছে। আমরা বললে কোন কিছুই শোনে না, নিজের মত নিজেই ব্যবসা করে যায়। এই নোংরা মিষ্টি খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। ভবিষ্যতে যেন এরকম অভিযান চালু থাকে। যাতে এই ধরনের নোংরা পরিবেশে মিষ্টি তৈরি না হয়।#