
নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ছাত্রজনতার আয়োজনে শুক্রবার দুপুরে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি থানা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আল বশরী সোহান, সাইমুন সাদাব, শাহাদাৎ হোসেন, শীর্ষ মোহাম্মদসহ ছাত্র প্রতিনিধি খাদেমুল ইসলাম, আবদুল্লাহ আল তুহিন, আবু হুরাইরা এবং জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জানিবুল ইসলাম জোসিসহ আরও অনেকে।
বক্তারা ওসমান হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে একই দাবিতে কানসাট এলাকাতেও পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।