# আব্দুল বাতেন: শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাওলানা ডা:মোঃ কেরামত আলীর ত্রাণ বিতরণ করেন শিবগঞ্জ উপজেলার উজিরপুর ওপাকা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২০আগস্ট) ইউনিয়নের পদ্মারচর এলাকার সেতারা পাড়া ১০ রসিয়া গ্রামে নিশি পাড়ায় ত্রাণ বিতরণ করা হয়।
জানা যায়, বন্যার্তদের মাঝে চাল, আলু, মুড়ি, চিড়া ও বিস্কুটসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রাজশাহী মহানগর শাখা জামায়াতে ইসলামীর আমির, দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা ডা: কেরামত আলী বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, জামাতে ইসলামী এমন একটি সংগঠন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আপনাদের সঙ্গে আছে। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সাদিকুল ইসলাম, আমির, শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী, অধ্যাপক আব্দুল মান্নান, নায়েব আমির ও জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনোনীত পার্থী। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুর রউফ, শিবগঞ্জ পৌরসভা সাধারণ সম্পাদক ও মেয়র মনোনীত প্রার্থী, নাজির হোসেন, আমির ও চেয়ারম্যান মনোনীত প্রার্থী উজিরপুর ইউনিয়ন পরিষদ, মতিউর রহমান, আমির এবং ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মনোনীত প্রার্থী পাঁকা ইউনিয়ন পরিষদ সহ জামায়াতে ইসলামী বিভিন্ন দায়িত্বশীল কর্মী ও সমর্থক বৃন্দ।#