1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে ছাইহাটা বালিকা বিদ্যালয় পরিদর্শন ও ফলক উন্মোচন করলেন বিদ্যালয় পরিদর্শক গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘা ওয়াকফ এস্টেটের ১৬তম মোতওয়াল্লীর দায়িত্ব গ্রহণ শিবগঞ্জে টমেটো চাষ করে স্বাবলম্বী হতে চলেছে এম.এ পাশ জজম আলি রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া গুলিসহ পিস্তল উদ্ধার রাজশাহীতে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশেষ প্রচারণায়: তথ্য সচিব গণতান্ত্রিক স্বৈরতন্ত্র বনাম জনমালিকানা: প্রকৃত জননেতার দায়বদ্ধতা ও বৈশ্বিক প্রেক্ষাপট নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক শ্যামনগরের কৈখালীতে পরিকল্পিত চিংড়ি চাষে বাধা, ক্ষোভ স্থানীয়দের কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক 

শিবগঞ্জে টমেটো চাষ করে স্বাবলম্বী হতে চলেছে এম.এ পাশ জজম আলি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) থেকে:মাস্টার্স  পাশ করে চাকুরীর পিছনে না ছুটে প্রায় ৪২বিঘা টমেটো চাষ করেই  স্বাবলম্বী হওযার আশা তরুন কৃষক জজম আলির। অনেকটা সফলও হয়েছেন তিনি। জজম আলি হলো জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার বাদশাহ আলির ছেলে।

তিনি বলেন আামি মাস্টার্স পাশ করে চাকুরীর খোঁজে গিয়ে দেখলাম মামা খালুর পাশাপাশি মোটা অংকের টাকার প্রয়োজন। তাই আমি এত টাকা দিযে চাকুরীর পিছনে না ছুটে সিদ্ধান্ত নিলাম নিজে কৃষি কাজ করেই নিজেকে প্রতিষ্ঠিত করবো। তাই আমি শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার নয়ন মিঞার  সাথে পরামর্শ করে উৎসাহ পেয়ে টমেটো চাষের সিদ্ধান্ত নিই। শুরু করি পরিকল্পনা। হিসাব করে দেখি অনেক টাকার দরকার এবং ভাল জমির দরকার। তাই আমি আরো চারজন তরুণ কৃষকের সাথে আলাপ করে  খোঁজ খবর নিয়ে মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মাঠে বাৎসরিক ১৯ হাজার টাকা বিঘা দরে এক বছরের জন্য ৪২বিঘা জমি বর্গা নিই।  জমি চাষ, চারা  ক্রয় ও রোপন,মাচা তৈরী সহ সব মিলিয়ে এ পর্যন্ত  ৬০ লাখ  টাকা খরচ করেছি।

উল্লেখ্য যে আমাদের  এ টমেটোর জমিতে প্রতিদিন প্রায় ৪০/৪৫জন বেকার যুবক কাজ করে। তাদের আয় হয প্রতিদিন পাঁচ শ টাকা কর্ ে। তারা আরো প্রায দুই মাস কাজ করার সুযোগ পাবে।  শুরু করি টমেটো চাষের কাজ। গত অক্টোবর মাসে  জমি চাষ শেষে টমেটোর চারা রোপণ করি। মাত্র দু’ মাসের ব্যবধানে টমেটো ধরা শুরু করে। তিনি বলেন গত ডিসেম্বর মাস থেকে টমেটো তুলে বিক্রী করা শুরু করেছি। গত দেড় মাসে প্রায় ৪৫/৪৬ লাখ টাকার টমেটো বিক্রী করেছি। এবার আবহাওয়া অনুকুল হওযায় সামনে আরো প্রায দুই মাস টমেটো প্রচুর ধরবে এবং বিক্রী করতে পারবো।

Open photo

গত রবিবার সরেজমিনে তার টমেটোর জমিতে গিযে কথা হয় তার সাথে। তিনি এ সময় বলেন আমরা  শিক্ষিত বেকার যুবকরা না বুঝে শুধু চাকুরীর পিছনে ছুটাছুটি করি। চাকুরী না পেযে হতাশায় নিমর্জ্জিত হয়ে অনেকেই মাদকাসক্ত হয়ে জীবনটা ধংস করছে। আমাদের শিবগঞ্জের জমি এত উর্বর যে যে কোন ফসলের ফলন অনেক বেশী হয়। তাই আমি প্রমান করতে চাই কৃষি কাজের মধ্যে যেমন আনন্দ আছে তেমন রয়েছে সৎ জীবন যাপন। সরেজমিনে দেখা গেছে  টমেটোর জমিতে সহস্রাধিক  গাছে  থোকায় থোকায়   ঝুলছে কাঁচা ও পাকা টমেটো। চোখ জুড়ানো সবুজ ক্ষেতজুড়ে লাল আভায় ভরে উঠেছে  ।

তিনি আরো বলেন বাকী পুঁিজ কিছু দিনের মধ্যে উঠে আসেবে  মৌসু শেষে খরচ বাদে প্রায  ৪০ লাখ টাকা মুনাফা অর্জন করতে পারবো বলে আশা করছি। শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: নয়ন মিঞা বলেন চলতি মৌসুমে শিবগঞ্জ উপজেলায় প্রায় ৪২৫ হেক্টর জমিতে টমেটোর চাষ  হয়েছে।  জজম আলির টমেটোর জমিতে গিয়ে আমরা খুব খুশী হয়েছি এবং তাকে সব ধররেন পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং যতটকুক সম্ভব সহযোগিতা করেছি। তিনি আরো বলেন বর্তমানে শিবগঞ্জে শিক্ষিত অনেক বেকার যুবক টমেটো চাষে ঝুঁকছে। কারণ টমেটো চাসে স্বল্প সমযে অধিন মুনাফা অর্জন করে স্বাবলম্বী হতে পারছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট