বিদ্যালয়ের বিদ্যোৎসাহী প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আলাউদ্দিন জালালের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জালালদ্দিন মোল্লা জালু, প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা মো: আ. রাজ্জাক, মো: শামসুল ইসলাম, মোজাম্মেল হক, বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির অভিভাবকবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, জীবনমুখী শিক্ষা প্রদান, সহশিক্ষা কার্যক্রম, বিদ্যালয়ে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতকরণ, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতকরণ ও চ্যালেঞ্জসমূহ নিয়ে অভিভাবক, শিক্ষক ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় হয়।
এ সময় সভাপতির বক্তব্যে সাংবাদিক আলাউদ্দিন জালাল বলেন, ‘এক সময় আমাদের রহিমপুর – উধনপাড়া গ্রামে এসএসসি পাশ ছেলেমেয়ে খুঁজে পাওয়া যেত না। পিছিয়ে পড়া অবহেলিত গ্রামটিতে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলাম। আজ শুধু আমাদের গ্রাম নয়, আশেপাশের গ্রামের অসংখ্য শিক্ষার্থীও প্রতি বছর শিক্ষার আলো নিয়ে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বের হচ্ছে। চাকরি করছে। আজ আর কেউ রহিমপুর-উধনপাড়াকে পিছিয়ে পড়া গ্রাম বলতে পারবে না।
এ সময় তিনি বিএনপির প্রয়াত জনপ্রিয় নেতা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল এবং বিএনপির বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, এই স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। আমার জীবনের উপর ঝুঁকি এসেছে। সেই সময় ছাত্রনেতা তাইফুল ইসলাম টিপু আমাকে সাহস যুগিয়েছিলেন এবং ফজলুর রহমান পটল ভাই আমাকে সব রকমের সহযোগিতা করেছিলেন। তিনি এসে এই বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে গিয়েছিলেন। আজ তিনি বেঁচে থাকলে খুব খুশি হতেন। এই স্কুলের প্রতি তাঁর এবং তাইফুল ইসলাম টিপু ভাইয়ের অবদান ভুলবার নয়। শেষে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নতিসাধনে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।#