মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলার আসামি ওয়াজেদ আলীকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। শুক্রবার (২৯ আগস্ট) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এ তথ্য নিশ্চিত করে।
গ্রেফতারকৃতরা হলেন, জিয়াউর রহমান (৪৬), জয়নাল হক (৫৩) ও নজরুল ইসলাম (৬০)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোজা অনন্তকান্দী গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
র্যাব-৫ জানায়, চলতি বছরের ১৪ মে ওই গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। পরদিন থানায় হত্যা মামলা হয়, যেখানে ওয়াজেদ আলীকে আসামি করা হয়েছিল। পরে তিনি গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন। এরপর গত ১০ আগস্ট দুপুরে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলে পানবরজে কাজ করছিলেন। এসময় গ্রামের প্রায় ৩০-৩৫ জন লাঠি, রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী নতুন করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে তিনজনের সম্পৃক্ততা প্রমাণিত হলে র্যাব-৫ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।#