
নুসাইব বিন শহিদুল ফরাজী, রূপসা উপজেলা প্রতিনিধিঃ রূপসা থানার আওতাধীন ৩নং নৈহাটি ইউনিয়ন ইমাম পরিষদের নবনির্বাচিত কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি হেলাল উদ্দিন শিকারী, সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মাসউদুর রহমান রউফী এবং ক্যাশিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ মো. মিজান।
নবনির্বাচিত কমিটির প্রতি স্থানীয় আলেম-ওলামা, মুসল্লি ও সচেতন মহল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন ইমাম পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে এবং ধর্মীয় ও সামাজিক কাজে ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের জন্য দোয়া কামনা করা হয়—আল্লাহ তায়ালা যেন তাঁদের দ্বীনী খিদমতে আরও বেশি কবুলিয়াত ও তৌফিক দান করেন এবং ইমাম পরিষদের কার্যক্রম আগামীতেও সুশৃঙ্খলভাবে এগিয়ে যাওয়ার তাওফিক দান করেন।#