
# নাহিদ জামান, রূপসা প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট্ সমিতির রূপসা উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির আয়োজনে উপজেলা সদরে কাজদিয়া বাজারে ২ নভেম্বর দুপুর ১২ টায় ওবায়েদ ফার্মেসীতে নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সমিতির উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি শাহ্ জামান প্রিন্স, সহ সভাপতি মো, ওবাইদুল্লা, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদস্য মো, কামরুজ্জামান, তরিকুজ্জামান পারভেজ, অতুল কৃষ্ণ পাল, মো, রাকিবুল ইসলাম বাবু, উজ্জল কুমার পাল, রাজু আহম্মেদ, মো, মাহামুদুল হক, শ্যাম সুন্দর বর্দ্ধন, হিমু খান, সৈয়দ সাইফুল আলী, সুজন বর্দ্ধন, অপি প্রমূখ।
সভা শেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সকল কে মিষ্ট মুখ করান হয়।#