আব্দুল বাতেন: শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ), ১৪ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার: রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা বাস্তবায়ন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব এ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। প্রধান বক্তা ছিলেন আলহাজ মোঃ আশরাফুল আলম রশীদ, বিশেষ বক্তা ছিলেন মোঃ শরিফুল ইসলাম সারেফ। সভায় সভাপতিত্ব করেন মহা হায়াত উদৌলা, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জামাল উদিন (অপু)।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি অনুষ্ঠিত হয় শিবগঞ্জ উপজেলার মহদিপুরে, যেখানে উপস্থিত বক্তারা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে দলের সকল পর্যায়ে ঐক্য ও গতিশীলতা বৃদ্ধির আহ্বান জানান। সভায় জনাব মোঃ মতিউর রহমান লিটন বিশ্বসসহ স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।#