1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
 সাদুল্যাপুরের কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান সরকারের নামে ইএফটি চালু করে বেতন ভাতা প্রদানের দাবি আত্রাইয়ের বান্দাইখাড়াতে আর যাওয়া হলনা নিলি বিবির নিয়ামতপুরের ত্রাস ছাত্রলীগ নেতা তাওফিক গ্রেপ্তার বাঘায় অবিক্রিত টিসিবির পণ্য ও পুলিশের বাড়ির সোনার গহনা চুরি গাজায় ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অপরাধ স্পট শ্যামনগরঃ টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী হযরতের পেশা, মামলার কারিগর পতিতা শাহানারা গাজায় তীব্র ইসরাইলি হামলার পরিণতির আশঙ্কায় জিম্মি পরিবারগুলো রংপুরে বদরগঞ্জে প্রায় ইবতেদায়ী মাদ্রাসা গুলোতে নেই  ছাত্র -ছাত্রী, তবুও পাচ্ছে  সরকারি অনুদান ও বেতন ভাতা  বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল আরও ৩১৫ টন আলু চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি

রামেক হাসপাতালে ক্রমান্বয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবুলকালাম আজাদ……………………………………………………….

সারাদেশের মতই রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ২০ অক্টোবর শুক্রবার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগি ভর্তি আছেন ৩৫ জন। যার মধ্যে ১৯ জনই পাবনার রুপপুরে অবস্থিত পারমানবিক বিদ্যুতে কেন্দ্রে কর্মরত শ্রমিক। বাকিদের মধ্যে সাতজন আক্রান্ত হয়েছেন ঢাকায়।

 

২০ অক্টোবর শুক্রবার হাসপতালে চিকিৎসারত রোগীদের সাথে কথা বলে জানা গেছে,পাবনার রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকের কাজ করায় সেখানে পানি ও ময়লা আর্বজনা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন তারা।

 

সেখানে মালামাল রাখার জন্য রয়েছে বড় বড় ঘর । সেসব ঘর গুলো অন্ধকারচ্ছন্ন। বিভিন্ন মালা পত্রের ফাঁকে ফাঁকে থাকে অসংখ্যা মশা। নিজেরা কাজ করতে গেলে সেই মশার কামড় খেয়েই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়।। এছাড়াও সামান্য বৃষ্টিতেই পানি জমে গিয়ে মশা জন্মগ্রহণ করে সেইসব মশার কামড়েই তারা আক্রান্ত হচ্ছে। কাজের মধ্যে মাত্র ২ ঘন্টা বিরতি থাকলেও মশার কামড় খেয়েই সময় পার করতে হয়। তাদের অভিযোগ কর্তৃপক্ষকে এসব নিরসনের জন্য বলা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয় না।

 

ডেঙ্গু আক্রান্ত হওয়ার উপসর্গ হিসেবে শ্রমিকরা বলেন, প্রথমে হালকা জ্বর থেকে তীব্র জ্বর হচ্ছে। সেই সাথে গায়ে ঝাঁকুনি দিচ্ছে । এতে শরীরে দূর্বল হয়ে পড়ছে। খাওয়া দাওয়ার প্রতি কোন রুচি থাকছে না। রামেক হাসপাতালে চিকিৎসা নেওয়ার এখন কিছুটা সুস্থ আছেন বলেও জানান তারা।

 

রামেক হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা: মুক্তাদিরুল ইসলাম সিফাত বলেন, হাসপাতালে গত কয়েকদিনে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। কিন্তু রোগী বাড়লেও তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ও ওষধ সরবরাহ করা হচ্ছে। এই সময়ে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এজন্য রোগীদের সতর্ক থাকার পরামর্শও প্রদান করা হচ্ছে।

 

এদিকে, গত ১৪ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ২৪৭ জন। এর মধ্যে হাসপাতাল ছেড়েছেন ২১১ জন এবং মারা গেছেন ১ জন। আর ডেঙ্গু প্রতিরোধে গত বুধবার থেকে নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট