# রানীশংকৈল (ঠাকুর গাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে সেনবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।গতকাল রাত আনুমানিক ১ টার সময় রানীশংকৈল উপজেলার ভাংবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, রানীশংকৈল সেনা ক্যাম্পের মেজর মাহমুদ হাসান শিপুল নেতৃত্বে সেনাবাহিনীর সার্জেন্ট অফিসার দ্বীন ইসলামের একটি চোকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
সেই অভিযানে আটক করা হয় রানীশংকৈল উপজেলার ভাং বাড়ি গ্রামের সামসুদ্দিনের ছেলে সুমনকে । এই মাদক ব্যবসায়ীকে সোর্সের তথ্যের ভিক্তিতে ইয়াবা হাতে হাতে দেওয়ার সময় আটক করা হয়। অভিযানের চালানোর সময় সেনাবাহিনী সুমন কাছ থেকে ১৬ পিচ ইয়াবা ২ গ্রাম গাজা উদ্ধার করেন।
পরে আটককৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রানীংশকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান , আটককৃত ব্যক্তিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। #