# আবুল কালাম আজাদ রানীশংকৈল (ঠাকুর গাঁও) প্রতিনিধি :ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করে দুইজন কেসিনো ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি দল। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮.৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রানীশংকৈল উপজেলার নুন্দুযার ইউনিয়নের সন্ধ্যারই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিযাজুল ইসলাম (৩০) কে মিরডাঙ্গি বাজার হতে এবং একই ইউনিয়নের মুনিজগাও গ্রামের কলিম উদ্দিন এর ছেলে আরমানকে গাজিরহাট বাজার হতে গ্রেফতার করেন ।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, রানীশংকৈল সেনা ক্যাম্পের মেজর মাহমুদ হাসান শিপুল নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।
সূত্র মতে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে কেসিনো ব্যবসা চালিয়ে আসছিল। সেই খেলা খেলে হাজারো পরিবার ধ্বংসের পথে। তাদের এই কর্মকাণ্ডের ফলে এলাকার উঠতি বয়সী যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা কেসিনো খেলায আসক্ত হয়ে পড়ছিল। অভিযানকালে তাদের কাছ থেকে মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস সংগ্রহ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের জব্দকৃত আলামতসহ উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মার্জলুবিন রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড রায় প্রদান করেন।
পরে রানীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।#