
নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার ব্যানার ও ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার জামায়াতের কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে ঘটনার বিবরণ দেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন কমিশনে কেউ লিখিত অভিযোগ দেননি।
চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হবে। প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরাই এসব ঘটনা ঘটিয়েছেন বলে তিনি অভিযোগ করলেও নির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি।
তিনি বলেন, ‘সকালে বিভিন্ন এলাকায় আমাদের ব্যানার ও ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলার বিষয়টি কর্মী-সমর্থকদের মাধ্যমে জানতে পারি। ধারণা করছি, রাতের অন্ধকারে প্রতিপক্ষের লোকজন এ ঘৃণিত কাজ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কিংবা পুড়িয়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না দাবি করে তিনি আরও বলেন, ‘আমরা আমাদের কর্মী-সমর্থকদের ধৈর্য ধরতে বলেছি। আশা করছি, প্রতিপক্ষ প্রার্থী তার কর্মী-সমর্থকদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখবেন। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কাছেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’ প্রচারণার প্রথম দিনেই এ ধরনের ঘটনায় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার বলেন, ‘এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদ, জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী মনিরুল ইসলাম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থী মো. ফজলুর ইসলাম খাঁন।#