
মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনু। শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে ৯নং ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহ মখদুম রুপোশ (রাঃ) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রমের সূচনা করেন।
পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণ থেকে দরগাপাড়া, হোসেনিগঞ্জ, বেতপট্রিসহ মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও সমর্থন কামনা করেন। পথচারী, রিকশাচালক, দোকানদারসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া, সমর্থন ও আস্থা প্রত্যাশা করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
সংক্ষিপ্ত পথসভায় মিজানুর রহমান মিনু বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত রাজশাহী গড়তে তিনি কাজ করতে চান। তিনি জানান, মানুষের ভালোবাসা ও ভোটই তাঁর শক্তি, আর ধানের শীষের বিজয়ে জনগণেরই জয় হবে। তিনি আরও বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে তিনি কখনো আপস করেননি এবং ভবিষ্যতেও করবেন না। রাজশাহী-২ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ এবং সাধারণ মানুষের জীবিকার সুযোগ বৃদ্ধির প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীন মত প্রকাশের পরিবেশ সৃষ্টি এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে ধানের শীষের বিজয় জরুরি উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতা নয়, জনগণের সেবা করাই হবে তাঁর প্রথম দায়িত্ব। প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।#