# বিশেষ প্রতিবেদক……………………………………..
রাজশাহীসহ দেশের সবকটি সিটি কর্পোরেশনের নির্বাচনী তফশিল ঘোষিত হয়েছে। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের ভোট আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে।ইতোমধ্যে এনিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনে নির্বাচনী তোড় শুরু হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ অনেক স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিটি কর্পোরেশন নির্বাচনী তফশীল ঘোষণার পর পরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা অনেকে ওপেন হয়েছে।এরকম একটা তফশীল ঘোষণার অপেক্ষায় ছিল প্রার্থীরা।তবে অনেকে কয়েক মাস আগে থেকে প্রচারণার মাঠে নেমে পড়েছে। প্রার্থীরা সালাম ও শুভেচ্ছা বিনিময় করে আসছিল। নির্বাচনের কথা না বললেও তারা যে নির্বাচনে অংশ নিবে তা তারা আভাস দিচ্ছেলেন।
মেয়র ও কাউন্সিলর পদে করাকারা নির্বাচন করবে তা এখনও স্পষ্ট না হলেও আর কয়েকদিনের মধ্যে তা প্রকাশ পাবে। আর ঈদের আগেই ছেয়ে যাবে নির্বাচনী পোষ্টার।
সকলের প্রত্যাশা, এবার ভোট হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।সুষ্ঠুভাবে ভোট প্রদান ও গ্রহণ হবে বলে অনেকের বিশ্বাস। নির্বাচন কমিশন ঘোষণা করেছে জাতীয় সংসদ নির্বাচস ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।তবে সিটি কর্পোরেশন নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।#