1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে আলুর বীজ নিয়ে মহা সিন্ডিকেট দিশেহারা চাষীরা! খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়  বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিকদের নিরাপত্তার জন্য অ্যাডভোকেসি কর্মশালা  সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন সিংড়ায় মাদরাসা দারুস সুন্নাহ বার্ষিক পুরস্কার বিতরণ সি ইউ সি সংগঠনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায়  রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা ডুমুরিয়ায় শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতি  অনুষ্ঠান 

রাজশাহী মহানগরীর কিশোর গ্যাংলিডার টেন্ডার সন্ত্রাস, ছিনতাইকারী অনিক গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………..

বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নগরীর বাস টার্মিনাল এলাকার কুখ্যাত কিশোর গ্যাংলিডার সন্ত্রাসি, চাঁদাবাজ ও ছিনতাইকারী অনিক ইসলাম (২৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

একাধিক অভিযোগের ভিত্তিতে ১২ অক্টোবর রাতে তাকে নগরীর শিরোইল এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে। সে নগরীর শিরোইল রেলস্টেশন সংলগ্ন স্টেশন পাড়ার মৃত সাইফুল ইসলাম, মাতা-ফিরোজার ছেলে।তার মা রাজশাহী সিটি কর্পোরেশনের রাস্তার ঝাড়ুদার(সুইপার)। সে এলাকায় সন্ত্রাসি, টেন্ডার ছিনতাকারী বিশেষকরে সে নগরীর একজন ওয়ার্ড কাউন্সিলারের বরপুত্র হিসেবে পরিচিত। যার ফলে সে নির্বিঘ্নে রাতে কিংবা দিনেও ছিনতাই,ট্রেনের টিকিট কালোবাজারি, ফুটপাত ব্যবসায়ীদের নিকট চাঁদা উত্তোলন, বিশেষকরে ভয়ভীতি দেখিয়ে রেলের টেন্ডার বাজি করতো। নেপথ্যে থেকে তাকে সার্বিক শক্তির যোগান দিয়ে আসছেন রাজশাহী সিটি কর্পোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলর।

 

রাজশাহী রেলওয়ের একাধিক ঠিকাদার জানান, ২১ নং ওয়ার্ড কাউন্সিলরের ঠিকাদার কাজ নিয়েন্ত্রণ করে এই অনিক।রেলের টেন্ডার ড্রপের সময় সে তার সন্ত্রাসী দলবল নিয়ে টেন্ডার বক্স পাহারা দেয়। তাকে ম্যানেজ না করে কোন ঠিকাদার টেন্ডার ফেলা দূরের কথা টেন্ডার বক্সের নিকট যাবার সাহস কারতে পারেনা। এর ফলে ঐ কাউন্সিলর একাছত্র রেলের কাজ করে আসছে। এই টেন্ডার ড্রপকে কেন্দ্র করে খূন হয়ে শিরোইল এলাকার রাসেল নামের উদীয়মান এক ঠিকাদর।একই সাথে গুরুতর আহত হন রাসেলের বড়ভাই ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পদক ওবিশিস্ট ঠিকাদার আনোয়ার হেসেন রাজা।

 

রেলের ঠিকাদারেরা আরো জানান,রেলের কাজে অাধিপত্ত বিস্তারের জন্য এই ঘটনার নেপথ্যে ছিলেন আটক অনিক ও ওয়াড কাউন্সিলর। নাম প্রকাশে অনিচ্ছুক শিরেইল এলাকার একাধিক লোকজন জানান,ওয়াড কাউন্সিলরের বর পুত্র হওয়ায় অনেকের চলাফেরা বেপরোয়া হয়ে উঠে। অশ্লিল টিকটক ভিডিও করা, দামি মোটরসাইকেলে মুখোশ পড়ে দিনে-রাতে ছিনতাই, চাঁদাবাজি,ট্রেনের টিকিট কালোবাজারি, টেন্ডারবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে অনিক। কাউন্সিলরের সাথে বাপ বেটার সম্পর্কের কারণে ভয়ে তাকে কিছু বলার সাহস করতো না।

 

২০২১ রাজশাহীর একজন সিনিয়র সাংবাদিক এর প্রতিকার করলে কাউন্সিলরের পালিত সন্ত্রাসী অনিক সে সাংবাদিক মারার জন্য রাজশাহী রেল স্টেশনে কয়েক দিন মহড়া দেয় এবং সকল সাংবাদিক অকথ্য ভাষায় গালিগালাজ করে। ২১ নং ওয়ার্ড কমিশনার নিযাম অনুপ্রবেশকারী আওয়ামীলীগার।৷ ২০০৮ সালে বর্তমান রাসিক মেয়র, মেয়র নির্বাচিত হবার পর সে আওয়ামীলীগে যোগদেন। এর আগে সে শিরোইল,বালিয়া পুকুর সাগর পাড়া এলাকার জামাত শিবিরের সক্রিয় পৃস্টপোষক ছিলেন। আওয়ামীলীগে যোগ দিয়ে এখন পযর্ন্ত সে স্বাধীনতা বিরোধীদের সকল সুবিধা দিয়ে আসছেন বলে খোদ অভিযোগ এলাকার তৃনমূল আওয়ামীলীগ নেতা কর্মীদের।

 

অনিকের গ্রেপ্তারের স্বস্তির নিশ্বাস ফেলেছেন এলাকা বাসি। বোয়ালিয়া মডেল থানার অফিসে ইনচার্জ মাজা হারু ইসলাম অনেকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও চাঁদাবাজীসহ বহু অভিযোগে একাধিক মামলা আছে। ১২ অক্টোবর তাকে আটক করা হয়েছে। মন্ত্রীর নির্দেশ অপরাধী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশ মত সন্ত্রাসীদের গ্রেফতারের তৎপর রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কোটের প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট