নিজস্ব প্রতিবেদক…………
আজ ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে তিন ‘প্রক্সি‘ পরীক্ষার্থীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। চলমান ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য আজ মঙ্গলবার এ ইউনিটের পরীক্ষায় তারা প্রক্সি দিতে গিয়ে ধরা পড়ে।
পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ তাদের এই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, মো. এখলাসুর রহমান, বায়োজিদ খান ও জান্নাতুল মেহজাবিন। তারা যথাক্রমে রোল ১৭২২৮ এর পরীক্ষার্থী লিমন, রোল ৩৯৫৩৪ এর পরীক্ষার্থী তানভির আহমেদ ও রোল ৬২৮২৮ এর পরীক্ষার্থী মোসা. ইশরাত জাহানের হয়ে পরীক্ষা দিচ্ছিলো। পরে দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।#