1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটের বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জামিনে মুক্তি পেলেন সৌহার্দ্য বিশ্বাস এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীর শুভেচ্ছা বাঘার এক কলেজে জালিয়াতির মাধ্যমে নিয়োগের চেষ্টা, মামলায় কারাগারে তিনজন  ধোবাউড়ার ষ্টেডিয়াম চৌরাস্তা (সদর বিলপাড়) ভায়া রুস্তম মেম্বারের বাড়ি পর্যন্ত দু’ কিলো মিটার মাটির সড়কে ভোগান্তির শেষ নেই  তানোরে নাবিল গ্রুপের মুরগির বিষ্ঠা ফেলে পরিবেশ দূষণ, মারাত্মক দুর্গন্ধ, চাষাবাদ ব্যাহত তানোরে গভীর রাতে মুরগির বিষ্টা ফেলে পরিবেশ দূষণ, গ্রামবাসীর হাতে আটক দুই ট্রাক শ্যামপুর চিনিকলে সাংবাদিকের প্রাণনাশের হুমকি পঞ্চগড়ের সদরে শিশুদের ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব: হামলার অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৬৩ নিয়ে এবারও মেয়েরা এগিয়ে আত্রাইয়ের ‘নার্সারি গ্রাম’ মধুগুড়নই: চারপাশে সবুজের সমারোহ

রাজশাহী বাগমারায় জালনোট তৈরির সময় হাতেনাতে আটক দু’ যুবক

  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান, রাজশাহী ……………………………………….

রাজশাহীর বাগমারায় ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছড়ানোর জন্য ৫০০ ও ১০০০ টাকার বিপুল পরিমাণ জাল নোট তৈরি করছিলেন দুই যুবক। জাল টাকা তৈরির সময় তাদেরকে হাতেনাতে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

 

রবিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক লক্ষ এক হাজার ৫শ’ টাকার জালনোট উদ্ধার করা হয়।

 

আটকৃতরা হলেন,বাগমারা উপজেলার গোয়ালপাড়ার আফজাল হোসেনের ছেলে ইমাম হাসান (২০) ও ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়ার সাইফুল ইসলামের ছেলে শিহাব ইসলাম (২১)। গতকাল সোমবার সকালে রাজশাহী-৫ র‌্যাব এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

 

এসময় বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করে। পরে এক লক্ষ এক হাজার ৫০০ টাকার জাল নোটসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এবং জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন ঈদ উপলক্ষে বাজারে এই জাল নোট ছড়াতে চেয়েছিল তারা। জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদেরকে বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট