# জুবাইর আলম/ জিয়াউল কবীর:…………………..
অটোরিকশার ধর্মঘটের হাত থেকে সাধারণ জনগনকে জিম্মিদশা থেকে উদ্ধার করতে রাজশাহী নগরীতে চালু হয়েছে সিটি বাস সার্ভিস। সোমবার দুপুর থেকে নগরীর রেলগেট থেকে কোর্ট, কোট থেকে সাহেব বাজার, নওহাটা থেকে সাহেব বাজার, কাটাখালি থেকে কোর্ট রুটে ৩০টি বাস নামানো হয়েছে। রাজশাহী পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জর ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দুপুর থেকে নগরীতে সিটি সার্ভিস বাস চলাচল করতে দেখা যায়। এতে করে অটোরিকশা বন্ধ হওয়ার পরে নগরীতে সাধারণ যাত্রীদের চলাচলে যে দুভোর্গ তৈরী হয়, সেটি অনেকটায় নিরসন হবে বলে আশা করা হচ্ছে। অটোরিকশা চালকদের ধর্মঘট শুরু হয় রবিবার সকাল থেকে এতে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। বিশেষ করে নগরীতে চলাচলকারী যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন। অন্যদিকে ছোট অটোরিকশাগুলো এই সুযোগে ভাড়া বাড়িয়ে দেয়। যেখানে ২০ টাকার ভাড়া ছিল সেখানে আদায় করতে থাকে ৩০-৪০ টাকা। তার পরেও সময়মতো অটোরিকশা পাচ্ছেন না যাত্রীরা। বিশেষ করে সকালে স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীরা পড়েন চরম দুর্ভোগে ।
আজ সোমবার নগরীতে অটো রিকশা ধর্মঘট অব্যাহত রয়েছে। রাসিক কতৃর্পক্ষের সাথে আলোচনা ফলপ্রসু না হওয়ায় অটো রিকশা সমিতি ধর্মঘট প্রত্যাহার করেনি। ফলে বাধ্য হয়ে এবং নগরবাসির কথা চিন্তা করে রাসিক কতৃর্পক্ষ রাজশাহী পরিবহণ মালিক গ্রুপের সাথে এক সমঝোতায় নগরীতে সিটি বাস সার্ভিস চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে।
সিটি করপোরেশন এর এ মহৎ উদ্যোগে রাজশাহীবাসি দারুন খুশি হয়েছে।নগরবাসি অটো রিকশা ওয়ালাদের চরম জিম্মীদশা থেকে মুক্তি পাওয়ায় তারা শস্তির নি:শ্বাস ফেলছে। নগরবাসি আশা প্রকাশ করেন যে, সিটি বাস সার্ভিস এর ভাড়া যেন অটোরিকশার ভাড়ার চেয়ে অপেক্ষাকৃত আরো কম হয় এবং যাতায়াতে সবার সমান সুযোগ থাকে। কোন অব্যবস্থাপনা যেন নগরবাসির যাতায়াত বিঘ্নিত না করে সেদিকে তীক্ষ্ণ দুষ্টি রাখার জন্য রাসিক কতৃর্পক্ষের প্রতি আহবান জানান।#