মোহনপুর প্রতিনিধি………………….
রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্যেকন্দ্রে কর্তব্যরত অবস্থায় একজন সিনিয়র স্টাফ নার্সকে হত্যা চেষ্টায় হাতুড়ি পেটা করা সেই যুবক আজ ২৬ শ্রে সেপ্টেম্বর সোমবার বিজ্ঞ জুডিসিয়াল মেজিস্ট্রেট আমলী আদালত-২ আত্মসমর্পণ করে, আসামী পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন না মুঞ্জর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মোহনপুর থানার তদন্তকারী কর্মকর্তা এস.আই.ইব্রাহিম খলিলুল্লাহ বিজ্ঞ আদালতের কাছে আসামী মেহেদীর চার দিনের রিমান্ডের জন্যে আবেদন করেন।
উল্লেখ, গত ২২ শে সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভায়া রুমের ভিতরে প্রবেশ করে সইপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মেহেদি হাসান (২১) কর্তব্যরত নার্স শিলা প্রামানিককে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম করে। প্রাথমিক চিকিৎসা শেষে পরিস্থতির অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামী সনাক্ত করে থানায় মামলা দায়ের হয়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম বলেন এ ঘটনায় আবাসিক মেডিকেল অফিসার বাদী হয়ে মামলা দায়েরের পর আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত ছিল। আজ সোমবার আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে প্রেরণ করেন।#