# নিজস্ব প্রতিবেদক………………………………………..
অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্হ্যসেবা কেন্দ্রগুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বুধবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
এরই ধারাবাহিকতায় বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে রাজশাহী বাঘা উপজেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারে তদারকিমূলক অভিযান পরিচলনা করা হয়। উক্ত অভিযানে সেবা ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের জন্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদানের দায়ে প্রশাসনিক ব্যবস্থায় ৭ টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
এসময় প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মেনে চলতে নির্দেশনা দেয়া হয়। অভিযানে সহায়তা প্রদান করেন বাঘা থানা পুলিশের একটি চৌকশ টিম।
এসময় আরও উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি দল।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী।#
এডিট: আরজা/১৫