# বিশেষ প্রতিনিধি…………………………………………….
রাজশাহীর বাঘায় রোববার (৫ মার্চ) স্বামীর বাড়ির শয়ন কক্ষের বারান্দা থেকে মোসা. তরিনা বেগম (৪০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । সে বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া কারিগরপাড়া গ্রামের বাসিন্দা রাজদুল ইসলামের স্ত্রী। মৃত্যু ঘটনাটি রহস্যজনক বলে ধারণা পুলিশের ।
স্থানীয়রা জানান, এলাকার এক দোকানে বাঁকিতে নেওয়া পাওনা ৪ হাজার টাকার জন্য রাজদুল ইসলামকে চাপ দেন দোকানদার । সেই টাকা দেওয়ার জন্য শনিবার রাতে স্ত্রীর কাছে টাকা চান রাজদুল ইসলাম। এই টাকা দিতে না পারায় স্ত্রীকে অকথ্যভাষায় গালিগালাজ করেন রাজদুল ইসলাম । এই গালি-গালাজ সহ্য করতে না পেরে ঘরের বারান্দার রুয়া(ডাবের) সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
রাজদুল ইসলামের পারিবারের বরাদ দিয়ে বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পাকুড়িয়া কারিগরপাড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, তরিনা বেগমের স্বামী মাদকে আসক্ত ছিলেন। স্ত্রীসহ পরিবারের লোকজন নানাভাবে বুঝিয়ে তাকে মাদক থেকে সরিয়ে আনতে পারেনি । এ নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝড়গা-বিবাদ হতো।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় ৩০৬ ধারায় একটি মামলা করা হয়েছে বলে জানান আবদুল করিম । #